এবার বাংলার এক বিজেপি নেতাকে হোয়াটসঅ্যাপ কলে হুমকি দেওয়া হলো। তবে এই হুমকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি। এমনকী এই হুমকি ফোনের জেরে গোয়েন্দা তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে হুমকি ফোনটি এসেছিল পাকিস্তান থেকে। নম্বর নিয়ে তদন্ত করতে নেমে এই তথ্য পেয়েছেন গোয়েন্দারা বলে সূত্রের খবর। এই বিজেপি নেতার নাম অমিতাভ চক্রবর্তী। যিনি এই রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) পদে রয়েছেন। সূত্রের খবর, কয়েকদিন আগে অমিতাভর ফোনে কল করে দেশের প্রধানমন্ত্রী ছাড়াও সেনাবাহিনীর প্রধানকেও হুমকি দেওয়া হয়েছে। নম্বরটি হলে— ০০৯২৩১৫****১২০।
জানা গিয়েছে, বাংলার সাংগঠন দেখার আগে অমিতাভ চক্রবর্তী ওড়িশার সংগঠন দেখতেন। সেখানে ছিলেন অনেকদিন। আরএসএসের সঙ্গেও ঘনিষ্ঠভাবে তিনি যুক্ত। সুতরাং বঙ্গ–বিজেপিতে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। আর তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই সাংগঠনিক কাজে ঘোরাফেরা করেন। তাই ঝুঁকি থেকেই যায়। আর এই হুমকি ফোন পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ–প্রশাসন থেকে স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ৯২ কোড সাধারণত পাকিস্তানের ফোনে ব্যবহৃত হয়। তাই ওই দেশের সাইবার ক্রিমিনাল থেকে জঙ্গিরা এমন কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ কল করে পাকিস্তানের টানে হিন্দিতে হুমকি দিয়েছেন অমিতাভ চক্রবর্তীকে। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখছেন। কেন পাকিস্তান থেকে অমিতাভ এমন ফোন পেলেন তা খোঁজ করতে নেমেছেন গোয়েন্দারা।