বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: সারদাকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Suvendu Adhikari: সারদাকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Utpal Sarkar)

অন্যদিকে, সিপিএমও প্রশ্ন তুলেছে, সারদার টাকা যারা যারা নিয়েছে তাদের খুঁজে বার করতে হবে। সুদীপ্ত সেন আগেই একটি চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম করেছিলেন। এরপর গত ২৪ জন সারদা কর্তার একটি ভিডিয়ো প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে তাকে বলতে শোনা যায় যে শুভেন্দু অধিকারী তাকে ব্ল্যাকমেইল করতেন।

সারদা মামলা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। কিছুদিন আগেই সারদা কর্তা সুদীপ্ত সেন আদালতে হাজিরা দেওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এ নিয়ে অবিলম্বে আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি। আর সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, সিপিএমও প্রশ্ন তুলেছে, সারদার টাকা যারা যারা নিয়েছে তাদের খুঁজে বার করতে হবে। সুদীপ্ত সেন আগেই একটি চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম করেছিলেন। এরপর গত ২৪ জন সারদা কর্তার একটি ভিডিয়ো প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে তাকে বলতে শোনা যায় যে, শুভেন্দু অধিকারী তাকে ব্ল্যাকমেইল করতেন। একই সঙ্গে শুভেন্দুকে তিনি মোটা টাকা দিয়েছিলেন বলেও স্বীকার করেছেন। যদিও শুভেন্দু অধিকারী সারদা কর্তার এই দাবিকে মানতে নারাজ। এ কথা তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। পাল্টা তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলিয়েছেন। এটিকে প্রতিহিংসার রাজনীতি বলেই দাবি করেছেন বিজেপির মুখপাত্র শমীক ঘোষ।

তবে শুভেন্দুর বিরুদ্ধে ওঠা অভিযোগকে হাতছাড়া করতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আমরা প্রথম থেকেই দাবি করে আসছি ওকে গ্রেফতার করা হোক।’ এর ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শুভেন্দু অধিকারী। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

বন্ধ করুন