Road Accident: নাইট ডিউটি সেরে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা, বেহালায় বাসের বলি মহিলা
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল স্কুটিতে
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল স্কুটিতে
সাতসকালেই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ, সোমবার থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেখানে এই দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন এক মহিলা। আর তার জেরে জোর শোরগোল পড়ে গেল খাস কলকাতায়। আজ দিনের শুরুতেই সকালে বেহালার–ঠাকুরপুকুরে বাসের রেষারেষির বলি হলেন এক মহিলা। ছেলের স্কুটিতে চেপে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেহালা–ঠাকুরপুকুরের বাসিন্দা। সুতরাং আর বাড়ি ফেরা হল না।
ঠিক কী ঘটেছে বেহালায়? স্থানীয় সূত্রে খবর, দুটি বাস রেষারেষি করছিল। তার জেরেই পথ দুর্ঘটনা ঘটে এবং প্রাণ যায় মহিলার। নিহত এই মহিলা জোকার ইএসআই হাসপাতালে আয়ার কাজ করতেন। রবিবার সেখানে তাঁর নাইট ডিউটি ছিল। আর নাইট ডিউটি শেষ করে আজ, সোমবার সকালে ছেলের স্কুটিতে চড়ে ঠাকুরপুকুরের বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তাঁর ছেলেও আহত হন। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আর কী জানা যাচ্ছে? আজ, সোমবার সকালে দুটি বেসরকারি বাস রেষারেষি করতে করতে আসছিল। ঠাকুরপুকুর থ্রিএ বাসস্ট্যান্ডের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর ওই স্কুটিতে গিয়ে ধাক্কা মারে। এই বাসের ধাক্কার জেরে স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। তখনই এসডি ১৬ রুটের একটি বাস ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। হেলমেট পরে থাকলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার বলে সূত্রের খবর।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম রূপা মণ্ডল (৪২)। রাস্তায় বেসরকারি বাসের রেষারেষি প্রত্যেকদিনই চলছে। অতিরিক্ত যাত্রীর আশায় রেষারেষিতে জড়ান বাস চালকরা। তবে পথ দুর্ঘটনার পর চেষ্টা করেও পালাতে পারেনি ঘাতক বাসটি। সেটিকে আটকে রাখেন এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছে বাস এবং চালককে আটক করে ঠাকুরপুকুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup