রবিবাসরীয় সকালে খাস কলকাতা থেকে এক মহিলার নিথর দেহ উদ্ধার হয়েছে। বাঁশদ্রোণী এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখানের পোস্টাল পার্ক এলাকায় একটি বহুতল নির্মাণ হচ্ছে। সেখান থেকেই মহিলার নিথর দেহ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, ওই মহিলার শরীরে বৈদ্যুতিক তার জড়ানো ছিল বলে অভিযোগ উঠেছে।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে তার আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। ওই নির্মীয়মাণ বাড়িতেই খুন করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাড়ি নির্মাণের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলছে পুলিশ। এমনকী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
কিভাবে এই ঘটনা প্রকাশ্যে এলো? আজ সকালে বাঁশদ্রোণীর এই নির্মীয়মাণ বাড়ির কাজে আসেন শ্রমিকরা। তখনই তাঁরা ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করতে এলে দেখা যায় মহিলার শরীরে বৈদ্যুতিন তার জড়ানো। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, নিহত এই মহিলাকে আগে এলাকায় কখনও দেখা যায়নি। এই মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। পরণে ছিল শাড়ি। তবে সেই শাড়ি অনেকটাই অগোছালো ছিল। তাই তাঁকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শরীরে একটু পোড়া দাগও মিলেছে। বিদ্যুতের তার দিয়ে এই খুন করা হয়েছে বলে অনুমান। পুলিশও খুন বলেই মনে করছে।