বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Alipore zoo: জেব্রা দ্যুতি জন্ম দিল আরও এক সন্তানের! নতুন সদস্য আলিপুর চিড়িয়াখানায়

Alipore zoo: জেব্রা দ্যুতি জন্ম দিল আরও এক সন্তানের! নতুন সদস্য আলিপুর চিড়িয়াখানায়

আলিপুর চিড়িয়াখানায় জেব্রা শাবক। ফাইল ছবি।

আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, এই জেব্রা শাবক জন্ম নিয়েছে গত ১৯ আগস্ট জন্মাষ্টমীর দিন। এখনও নাম ঠিক করা হয়নি জেব্রা শাবকের। তবে জন্মাষ্টমীর দিন জন্ম হওয়ায় চিড়িয়াখানার অনেক কর্মী তাকে কৃষ্ণ বা কানাইয়া বলে ডাকছে। মা ও শাবক দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।

আরও এক সন্তানের জন্ম দিল দ্যুতি। তার সারাগায়ে কালো ডোরাকাটা রঙের ছটা। যদিও তার নাম এখনও স্থির হয়নি। তবে অনেকেই তাকে কৃষ্ণ বা কানাইয়া বলে ডাকছে। সে আর কেউ নয়, আলিপুর চিড়িয়াখানার জেব্রা শাবক। নতুন সদস্য আসায় খুশির হাওয়া বইছে চিড়িয়াখানায়। এর ফলে আলিপুর চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা বেড়ে হল ৭টি। যার মধ্যে ৪টি মেয়ে এবং ৩টি ছেলে জেব্রা। সোমবার দর্শকদের সামনে আনা হয় চিড়িয়াখানার নতুন এই সদস্যকে। আর তা দেখতে ভিড় জমে দর্শকদের।

আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, এই জেব্রা শাবক জন্ম নিয়েছে গত ১৯ আগস্ট জন্মাষ্টমীর দিন। এখনও নাম ঠিক করা হয়নি জেব্রা শাবকের। তবে জন্মাষ্টমীর দিন জন্ম হওয়ায় চিড়িয়াখানার অনেক কর্মী তাকে কৃষ্ণ বা কানাইয়া বলে ডাকছে। মা ও শাবক দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে বলে আলিপুর চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে। আলিপুর চিড়িয়াখানা ডিরেক্টর আশিস কুমার সামন্ত জানিয়েছেন, জন্মের পর থেকেই জেব্রা শাবক এবং তার মা দ্যুতিকে আলাদা রাখা হয়েছিল। সোমবার থেকে তাকে দর্শকদের সামনে নিয়ে আসা হয়েছে। এখন এনক্লোজারের ভিতরে এদিক ওদিক লাফালাফি করে বেড়াচ্ছে এই জেব্রা শাবক। আবার কখনও মানুষের দিকে চেয়ে অবাক হয়ে যাচ্ছে।

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, জেব্রা শাবকের মা দ্যুতিরও এই চিড়িয়াখানাতে জন্ম হয়েছিল। প্রাথমিকভাবে জেব্রা শাবকরা এক বছর ধরে মায়ের দুধ খায়। তবে তিন মাস বয়স হলেই ভুষি সহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় জেব্রা শাবকদের। একবছর তাদের মূল খাবার থাকে মায়ের দুধ। জেব্রা শাসককে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে।

বন্ধ করুন