২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন। এই আবহে ফর্ম পূরণ করা নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানিয়ে দেওয়া হল ২০২৪ সালে যে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক দেবেন, তাঁদের ফর্ম পূরণ করার সময় বাধ্যতামূলক ভাবে দুটি নথি দিতেই হবে।
1/4২০২৪ সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য যখন ফর্ম পূরণ করা হবে, সেই সময়ে প্রত্যেক পড়ুয়াকে আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে বলে জানিয়েছে সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/4তবে কোনও পড়ুয়ার আধার কার্ড না থাকলে কী হবে? সংসদের বক্তব্য, যেহেতু করোনার টিকার জন্য আধার কার্ড বাধ্যতামূলক ছিল তাই তাঁরা ভেবেছিলেন, উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষার্থীর কাছেই আধার কার্ড থাকবে। যদিও অনেক পরীক্ষার্থীর কাছেই এখনও আধার কার্ড নেই বলে জানা গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘রেজিস্ট্রেশনের সময় অনেক স্কুলই জানিয়েছে, তাদের কিছু পড়ুয়ার এখনও আধার কার্ড হয়নি। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে আমরা আপাতত রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড ও জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক করছি না।’ (ছবিটি প্রতীকী)
4/4সংসদ সভাপতি বলেন, ‘বর্তমানে একাদশ শ্রেণিতে থাকা পড়ুয়ারা যখন ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার আগে ফর্ম পূরণের সময় আধার কার্ড এবং জাতিগত সংশাপত্র নথি জমা করা বাধ্যতামূলক হবে। তাই ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই সব ছাত্রছাত্রীকে আধার কার্ড করিয়ে নিতে বলা হয়েছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)