ইডি - সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে রাজ্য পুলিশকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে একথা জানিয়ে চলতি সপ্তাহেই হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ।
এদিন আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ইডি - সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ বা কোনও FIR করতে পারবে না রাজ্য পুলিশ। অভিযোগ গ্রহণ করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। বিচারপ্রক্রিয়াকে শ্লথ করতে পরিকল্পনামাফিক এই সব অভিযোগ করা হচ্ছে। অবিলম্বে এব্যাপারে অভিষেক ও কুন্তলকে জেরা করা উচিত ED ও সিবিআইয়ের।
বুধবার পুলিশে কুন্তলের অভিযোগ দায়েরের খবর প্রকাশ্যে আসার পর আদালতে বিষয়টি উত্থাপন করে ইডি। এর পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘তদন্তকারীদের হুমকি দিয়ে তদন্ত বন্ধ করতে এসব অভিযোগ করা হচ্ছে। এটা একটা ভয়ানক প্রবণতা। সুবিচার নিশ্চিত করতে এসব অবিলম্বে বন্ধ করতে হবে। এই সব অতিচালাকি বরদাস্ত করবে না আদালত।’
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, কুন্তলের অভিযোগের প্রেক্ষিতে ২১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ জমা দিতে হবে আদালতে। সঙ্গে জমা দিতে হবে ভিজিটরস বুকের কপি।