নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করায় প্রাথমিক শিক্ষা সংসদের এক আধিকারিককে জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ দিলেন, সরকারি টাকায় নয়, জরিমানা মেটাতে হবে গ্যাঁটের কড়ি খরচ করে।
২০১৪ সালের প্রাথমিক টেটে ৬টি প্রশ্ন ভুল ছিল। সেই ভুল প্রশ্নের জন্য আদালত সবাইকে অতিরিক্ত ৬ নম্বর করে দিতে নির্দেশ দেয়। যার ফলে অনেকেই নতুন করে টেট উত্তীর্ণ বলে বিবেচিত হন। এক পরীক্ষার্থী আদালতকে জানায়, তাঁকে বাড়তি নম্বর দেয়নি প্রাথমিক শিক্ষা সংসদ। আবেদনকারীর নথি খতিয়ে দেখে প্রাথমিক শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারিকে তিন মাসের মধ্যে অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দিষ্ট সময় পেরোলেও আদালতের নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন করেন চাকরিপ্রার্থী। সেই আবেদনের শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই সচিবকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
নির্দেশে বিচারপতি জানিয়েছেন, জরিমানার টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া যাবে না। দিতে হবে ব্যক্তিগতভাবে। আদালতের নির্দেশের অমান্য করায় এর আগেও জরিমানার মুখে পড়েছেন সরকারি আধিকারিকরা। রাজনৈতিক চাপে কর্তব্যের সঙ্গে আপোস বিপজ্জনক প্রবণতা বলে মনে করছেন আইনজ্ঞদের একাংশ।