বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজনৈতিক দল হিসাবে TMC-র স্বীকৃতি প্রত্যাহারের করে নিতে বলব: বিচারপতি গাঙ্গুলি

রাজনৈতিক দল হিসাবে TMC-র স্বীকৃতি প্রত্যাহারের করে নিতে বলব: বিচারপতি গাঙ্গুলি

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে তৃণমূলের প্রতিক প্রত্যাহার করতে বলব। দল হিসাবে তাদের স্বীকৃতিও প্রত্যাহারে করে নিতে বলব নির্বাচন কমিশনকে। সংবিধান নিয়ে যা খুশি করা যায় না।’

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি প্রত্যাহার করতে বলব নির্বাচন কমিশনকে। বিচারপতির এই মন্তব্যে শুরু হয়েছে তুমুল শোরগোল।

এদিন আদালতে হাজির হয়ে রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈন বলেন, ‘অতিরিক্ত শূন্যপদ তৈরির নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে এই শূন্যপদ তৈরি করা হয়েছে।’ শিক্ষা সচিবের এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকার কী ভাবে এরকম বেআইনি কাজ করতে পারে? রাজ্যের মন্ত্রীরা কি আইন জানেন না? SSC-র আইনে কোথায় এভাবে শূন্যপদ তৈরির কথা লেখা রয়েছে?’ তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য মন্ত্রিসভা সংবিধানবিরোধী কাজ করেছে।’

এর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘মন্ত্রিসভাকে ঘোষণা করতে হবে যে তারা অযোগ্যদের পাশে নেই। ১৯ মে নতুন তৈরি করা শূন্যপদে অযোগ্যদের নিয়োগের জন্য আদালতের অনুমতি চেয়ে যে আবেদন SSC করেছিল তা প্রত্যাহার করতে হবে। নইলে আমি এমন পদক্ষেপ করব যা গোটা দেশে কখনও হয়নি।’

এর পরই তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলে, ‘আমার মনে হয় এরাজ্যে গণতন্ত্র সঠিক হাতে নেই। অথবা রাজ্যে গণতন্ত্র বিকশিতই হয়নি। আমি রাজ্য মন্ত্রিসভাকে এই মামলায় পক্ষ করতে নির্দেশ দেব। সবাইকে উত্তর দিতে হবে। শোকজও করতে পারি।’

বিস্ফোরক মন্তব্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে তৃণমূলের প্রতিক প্রত্যাহার করতে বলব। দল হিসাবে তাদের স্বীকৃতিও প্রত্যাহারে করে নিতে বলব নির্বাচন কমিশনকে। সংবিধান নিয়ে যা খুশি করা যায় না।’

 

বন্ধ করুন