SSC নিয়োগ দুর্নীতি মামলায় মুখ না খুললে সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল আদালত। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অভিযুক্ত যদি তদন্তে সহযোগিতা না করেন তাহলে এমন পদক্ষেপ করব যা অতীতে কখনও হয়নি।
এদিন আদালতে সিবিআই জানায়, তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ। জেরায় মুখ খুলছেন না তিনি। কোন কোন প্রভাবশালী এর সঙ্গে যুক্ত তা বলছেন না তিনি। এতেই তীব্র ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, অভিযুক্তকে তদন্তে সহযোগিতা করতে হবেই। দরকারে অভিযুক্তকে দিল্লি নিয়ে গিজে জেরা করতে পারে তারা। আর কোনও ভাবেই অভিযুক্ত মুখ না খুললে এমন পদক্ষেপ করব যা অতীতে কখনও হয়নি।
এর পর সিবিআইয়ের আইনজীবীকে আদালত নির্দেশ দেয়, সুবীরেশ এখনো পর্যন্ত তদন্তকারীদের কী কী তথ্য দিয়েছেন তা বেলা ৩টের মধ্যে পেশ করতে হবে এজলাসে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যতম কুশীলব এই সুবীরেশ ভট্টাচার্য। গ্রেফতারির সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। সিবিআইয়ের দাবি, অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে মেধ তালিকায় নাম তোলার কাজটা করতেন তিনিই। এই অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। গোয়েন্দাদের দাবি, গ্রেফতারির পর থেকে কোনও প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না সুবীরেশ। কার্যত মুখে কুলুপ এঁটে রয়েছেন তিনি।