বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhijit Ganguly: দরকারে প্রধানমন্ত্রীর দফতরে জানাব, CBIকে তীব্র ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly: দরকারে প্রধানমন্ত্রীর দফতরে জানাব, CBIকে তীব্র ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

পোস্টিং দুর্নীতি মামলায় রাতেই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিককে জেরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ভূমিকায় তিতিবিরক্ত হয়ে তদন্তকারী সংস্থাটির আধিকারিকদের চরম ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বললেন, দরকারে সিবিআইয়ের অধিকর্তাকে তলব করব। প্রধানমন্ত্রীর দফতরে জানাব। কিন্তু এই অপদার্থতা বরদাস্ত করব না।

মঙ্গলবার ওএমআর শিট কারচুপি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীর প্রতি তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘সিবিআইয়ের আধিকারিকদের নির্বোধের মতো আচরণে আমি অবাক হচ্ছি। সিবিআইয়ের এই আধিকারিকরা নির্লজ্জ। এতবার আদালতের প্রশ্নের মুখে পড়েও এদের কোনও ভ্রুক্ষেপ নেই। দরকারে আমি সিবিআইয়ের অধিকর্তাকে তলব করব। আপনারা না পারলে আমি প্রধানমন্ত্রীর দফতরে জানাব। কারণ, তারা আপনাদের নিয়োগ করে। কিন্তু এই অপদার্থতা বরদাস্ত করব না।’ একথা বলে আগামী সপ্তাহের বুধবার নিয়োগ দুর্নীতি তদন্তের আদালত গঠিত সিটের প্রধান অশ্বিনী শেনভিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার সিবিআই আধিকারিকদের বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আজই জেলে গিয়ে আপনাদের মানিককে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রাথমিকে পোস্টিং দুর্নীতির তথ্য বার করতে হবে তাঁর থেকে। এখনই চলে যান। রাত সাড়ে ৮টার মধ্যে জেলে গিয়ে মানিককে জিজ্ঞাসাবাদ শুরু করতে হবে। জেল সুপারকে সব রকম সাহায্য করতে হবে CBI আধিকারিকদের। না করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে আদালত।

 

বন্ধ করুন