পুজোর ভিড়ে নজর কাড়ল দমদম ক্যান্টনমেন্ট এলাকার গোরাবাজার সংঘমিত্রা ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। সেখানে মণ্ডপের পাশে তৈরি করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে মঞ্চ। মঞ্চে রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। সেই মঞ্চের উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের ২ টাকার শিক্ষক পদ্মশ্রী সুজিত বন্দ্যোপাধ্যায়।
গোরাবাজার সংঘমিত্রা ক্লাবের পুজোকে কলকাতার আর পাঁচটা ছোট পুজো থেকে আলাদা করার তেমন উপায় নেই। ছিমছাম পাড়ার পুজোয় নজর কেড়েছে একটা মঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে মণ্ডপের পাশেই তৈরি হয়েছে মঞ্চ। তাতে রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি। পাশে লেখা, ‘পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য সম্মানিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানাই বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন।’
ক্লাবের এক উদ্যোক্তা বলেন, ‘নিয়োগ দুর্নীতির বহর দেখে সাধারণ মানুষ আতঙ্কিত। শিশুরা স্কুলে গিয়ে কী শিখছে? এই দুর্নীতির বিহিত না হলে আগামীতেই বা কী শিখবে? আর এই দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ভাবে লড়ছেন তা যেন আমরা উৎসবের মধ্যেও না ভুলি সেজন্যই এই আয়োজন।’
শিক্ষক সুজিত মণ্ডল বলেন, ‘শিক্ষা নিয়ে ছেলে খেলা হয়েছে। এর ভয়ঙ্কর পরিণতি হতে পারত। বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ভাবে লড়ছে তা সাধুবাদের যোগ্য। এযাত্রায় উনি আমাদের বাঁচিয়ে দিলেন।’