বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhijit Ganguly: ৩৬ হাজার নয়, ৩২ হাজার শিক্ষকের চাকরি যাবে, রায় সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly: ৩৬ হাজার নয়, ৩২ হাজার শিক্ষকের চাকরি যাবে, রায় সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রতীকী ছবি

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, যে হারে চাকরি বিক্রি হয়েছে তা অভূতপূর্ব। এই নিয়ে কিছু বলতে গেলে আমাকে রাজনৈতিক মন্তব্য করতে হবে।

প্রাথমিকে নিয়োগে ৩৬ হাজার চাকরি বিক্রির রায় সংশোধনের আবেদন সোমবারই জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতে স্বস্তি পেলেন ৪০০০ শিক্ষক। মঙ্গলবার আদালত জানিয়েছে, আপাতত ৩২ হাজার শিক্ষকের জন্য শুক্রবারের রায় কার্যকর হবে।

শুক্রবার এক নির্দেশে প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এক আবেদনে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ৩৬ হাজার নয়, অপ্রশিক্ষিতের সংখ্যা ৩০,১০০। টাইপে ভুল হওয়ায় ৩৬ হাজার সংখ্যাটি লেখা হয়ে গিয়েছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানিতে সব দিক বিবেচনা করে প্রায় ৩২ হাজার শিক্ষকের ক্ষেত্রে ১২ মের রায় কার্যকর হবে।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, যে হারে চাকরি বিক্রি হয়েছে তা অভূতপূর্ব। এই নিয়ে কিছু বলতে গেলে আমাকে রাজনৈতিক মন্তব্য করতে হবে।

শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার রায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬,০০০ অপ্রশিক্ষিত শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন। প্রশিক্ষিতদের অগ্রাধিকার না দিয়ে নিয়োগ করায় এই সিদ্ধান্ত বলে জানান বিচারপতি। সঙ্গে তিনি উল্লেখ করেন নিয়োগপ্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই নম্বর বসানো হয়েছে। মানা হয়নি সংরক্ষণ বিধিও।

বিচারপতি নির্দেশ দেন, আপাতত ৪ মাস চাকরি করতে পারবেন এই শিক্ষকরা। তারা পার্শ্ব শিক্ষকের হারে বেতন পাবেন। ৩ মাসের মধ্যে এই শূন্যপদগুলি পূরণের জন্য প্রার্থীবাছাইয়ের প্রক্রিয়া শেষ করতে হবে। সেখানে অংশগ্রহণ করতে পারবেন ২০১৬য় নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিতরাও। বহিষ্কৃতদের মধ্যে যাদের বর্তমানে প্রশিক্ষণ রয়েছে তারাও নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানান তিনি। নিয়োগপ্রক্রিয়া চালানোর খরচ প্রয়োজনে সরকার মানিক ভট্টাচার্যের সম্পত্তি বিক্রি করে আদায় করতে পারে বলে নির্দেশ দেন বিচারপতি।

 

বন্ধ করুন