সাড়ে ন’ ঘণ্টা সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়ে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে নিজাম প্যালেস থেকে বেরোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়েই বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। বলেন, বিজেপির নির্দেশে কাজ করছে সিবিআই।
এদিন অভিষেক বলেন, ‘সাড়ে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত অশ্বডিম্ব। প্রথম দিন থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কী করে আমাকে ইডি - সিবিআই দিয়ে ধমকে চমকে রাখা যায়’।
অভিষেকের দাবি, ‘তৃণমূলের নব জোয়ারে যে ভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসছে এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হজম হচ্ছে না। সেই কর্মসূচিকে কী করে বাধা দেওয়া যায় সেজন্য আজকে আমাকে ডেকে পাঠিয়েছে’।
তিনি বলেন, ‘আমাকে যে প্রশ্ন তাঁরা করেছে আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু আমাকে মাত্র কয়েক ঘণ্টার নোটিশে ডেকে পাঠানো হল কেন? কেন কয়েকটা দিন সময় দেওয়া হল না?’
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হলেও তাঁকে সিবিআই তলব করে না। যত আইন কি সব তৃণমূলের জন্যে?’
সিবিআইয়ের তলব পেয়ে শুক্রবার রাতে নব জোয়ার যাত্রা ছেড়ে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরেন অভিষেক। শনিবার নির্ধারিত সময় বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। পরনে ছিল কালো শার্ট ও প্যান্ট।