নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৩ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ওই দিন রাজ্যের প্রাপ্য আদায়ে দিল্লির যন্তনমন্তরে তৃণমূলের ধরনায় হাজির থাকার কথা অভিষেকের। সেদিনই তাঁকে তলব করায় ফের একবার রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করছে তৃণমূল।
নিয়োগ দুর্নীতি মামলায় গত মঙ্গলবারই আদালতের চরম ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। ইডির তদন্তের অভিপ্রায় ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ED. সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসাবে অভিষেকের কী ভূমিকা ছিল তা জানতে তাঁকে তলব করা হয়েছে।
বলে রাখি, রাজ্যের দাবি আদায়ে দিল্লিতে ধরনায় বসতে চলেছে তৃণমূল। সেজন্য আস্ত ট্রেন ভাড়া করেছে তারা। ১০০০০ লোক নিয়ে দিল্লির বুকে আন্দোলনের পরিকল্পনা করেছে রাজ্যের শাসক দল ৩ অক্টোবর সেই ধরনাতেই থাকার কথা অভিষেকের। তারই মধ্যে তাঁকে ইডি তলব করায় রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেছে তৃণমূল। তাদের দাবি, এতে স্পষ্ট, অভিষেককে ভয় পেয়েছে বিজেপি। পালটা বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘রাজনৈতিক নেতার রাজনৈতিক কর্মসূচি তো থাকবেই। তাই বলে তো তদন্ত থেমে থাকতে পারে না।’