হাকিম বদলালেও হুকুম বদলায়নি। উল্টে জেলবন্দি কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় অভিষেককে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সেই প্রক্রিয়া শেষ হতেই মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, কেন তাঁকে এই মামলায় যুক্ত করা হল তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটির শুনানি হবে।
গত ২৯ মার্চ শহিদ মিনার ময়দানে এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দিয়ে সিবিআই – ইডি তাঁর নাম বলানোর চেষ্টা করেছে। পরদিন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার ব্যক্তিদের দিয়ে অভিষেকের নাম বলানোর চেষ্টা বলে অভিযোগ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার কিছুক্ষণের মধ্যে আদালতে পেশের সময় সাংবাদিকদের একই অভিযোগ করেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এমনকী আদালতের কাছেও এই অভিযোগ জানান। কিছুদিন পর প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে চিঠি দিয়ে হেস্টিংস থানায় এই অভিযোগ দায়ের করেন জেলবন্দি কুন্তল। এর পর বিষয়টি আদালতে উত্থাপন করে ইডি ও সিবিআই। বিষয়টি নিয়ে তদন্ত করা প্রয়োজন বলে জানায় তারা। আবেদন গ্রহণ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দ্রুত কুন্তল ও অভিষেককে জেরা করা উচিত তদন্তকারীদের। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিকে মামলাটির এজলাস বদলের নির্দেশ দেয়। এর পর বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি বিচারের জন্য পাঠান প্রধান বিচাপতি টিএস শিবজ্ঞানম।
সেই মামলার শুনানিতে বিচারপতি সিনহা বলেন, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা হোক। অভিষেক ও কুন্তলকে জেরা করতে পারবে ইডি ও সিবিআই। অভিষেকের তাদের সহযোগিতা করতে সমস্যা কোথায়?
আদালতের নির্দেশে ওই মামলায় অভিষেককে যুক্ত করা হয়। এর পরই মামলা থেকে অব্যহতি চেয়ে মামলা করলেন অভিষেক। নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হবে।