বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee: আদালতের নির্দেশ সত্ত্বেও কেন বিদেশ যাত্রায় বাধা রুজিরাকে? সুপ্রিম কোর্টে যেতে পারেন অভিষেক

Abhishek Banerjee: আদালতের নির্দেশ সত্ত্বেও কেন বিদেশ যাত্রায় বাধা রুজিরাকে? সুপ্রিম কোর্টে যেতে পারেন অভিষেক

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (PTI)

আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে দুবাইগামী বিমানে উঠতে বাধা দেন কলকাতা বিমানবন্দরের অভিভাসন কর্তারা। এই আবহে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা যাচ্ছে। 

নিজে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই জেলায় জেলায় ঘুরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে নিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়ে কলকাতায় ফিরে ইডির মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সেনাপতি। এরই মাঝে নতুন করে অস্বস্তিতে পড়লেন অভিষেক। আজ সকালে তাঁর স্ত্রীকে বিদেশ যাত্রা যেতে বাধা দেন কলকাতা বিমানবন্দরের অভিভাসন কর্তারা। এই আবহে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা যাচ্ছে। এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হয়।

প্রসঙ্গত, এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিকবার ইডির জেরার মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে আজ দমদম বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইমিগ্রেশনে আটকানো হয় বলে জানা গিয়েছে। আজ দুবাইয়ের উড়ান ধরতে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন অভিষেকের স্ত্রী। সেখানে ইমিগ্রেশন কর্তারা তাঁকে আটকান। জানানো হয়, ইডি-র একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। তাই তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া যাবে না। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কী কারণে কেন আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে? তা এখনও স্পষ্ট নয়।

এদিকে এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে রুজিরার বিদেশযাত্রায় কোনও বাধা নেই। এই আবহে স্ত্রীকে বিমানবন্দরে আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা। গত সেপ্টেম্বর মাসে রক্ষা কবচ দিয়ে সুপ্রিমকোর্ট জানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তাঁর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই বলেই জানিয়ে দেয় শীর্ষ আদালত। এই নির্দেশের পর অভিষেক আমেরিকা গিয়ে চোখের চিকিৎসাও করিয়ে আসেন।

 

বন্ধ করুন