বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee on 21st July: ‘বাইরের রাজ্যেও জিতবে তৃণমূল’, ২১-এর মঞ্চ থেকে দিল্লি দখলের ডাক অভিষেকের

Abhishek Banerjee on 21st July: ‘বাইরের রাজ্যেও জিতবে তৃণমূল’, ২১-এর মঞ্চ থেকে দিল্লি দখলের ডাক অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ২১-এর মঞ্চ থেকে অভিষেক দাবি করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জিতবেই। পাশাপাশি অন্য রাজ্যেও তৃণমূল জিতবে বলে দাবি করেন অভিষেক।

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ২১-এর মঞ্চ থেকে অভিষেক দাবি করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জিতবেই। পাশাপাশি অন্য রাজ্যেও তৃণমূল জিতবে বলে দাবি করেন অভিষেক।

অভিষেক এদিন বলেন, ‘রেকর্ড ভিড় হয়েছে এবারের সমাবেশে। সভাস্থলে যত মানুষ আছেন, তার ১০ গুণ বেশি মানুষ বাইরে আছেন। আগামীর পথ দেখাবে এবারের একুশে জুলাই। ২০১৯ সালের লোকসভা ভোটে প্রত্যাশিত ফলাফল না হওয়ার পর একুশে জুলাই হয়েছিল। বিধানসভা ভোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেদিন জেদ নিয়ে মাঠে নেমেছিলাম যে তৃণমূল কর্মীদের মতোই হতে হবে নেতাদের। জান-প্রাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করবেন। দিল্লির বুকে গণতান্ত্রিক, গঠনমূলক, মানুষের জন্য সরকার গঠনের সূচনা হল এই সভায়।’

অভিষেক এদিন বলেন, ‘নিজের করে খাওয়ার জায়গা নয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল করতে গেলে দলীয় অনুশাসন মেনে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের দিকে তাকিয়ে তৃণমূল করতে হবে। হয় ঠিকাদারি করবেন, নাহলে তৃণমূল কংগ্রেস।’ তিনি আরও বলেন, ‘দাদার জয় বয়ে পঞ্চায়েত ভোটে টিকিট পাবেন না। মানুষের সার্টিফিকেট পেলে তবেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট পাবেন। তৃণমূল করতে গেলে নির্ভীক, নির্লোভী করতে হবে।’ নাম না করে অভিষেক এদিন শুভেন্দু এবং দলত্যাগী নেতাদের উদ্দেশে বলেন, ‘আজকের তৃণমূল অন্য তৃণমূল। এই তৃণমূলে মীরজাফর, ধান্দাবাজরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো নয়। যত মারবেন, তত শুদ্ধ হবে।’

সর্বভারতীয় স্তরে দলকে নিয়ে যাওয়ার প্রসঙ্গে অভিষেক বলেন, ‘অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় তৃণমূল গিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না ভারতের বিভিন্ন রাজ্যে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, ততদিন আমি জায়গা ছাড়ব না। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বাইরেও লড়াই করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে তো তৃণমূল জিতবেই। বাইরের রাজ্যেও জিতবে।’

বন্ধ করুন