চোখের জটিল অস্ত্রোপচার করে আমেরিকা থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর রাত গড়াতেই তাঁকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয়। তবে সেখানে অঞ্জলি দেওয়ার সময় চোখে কালো চশমা পরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাতে যজ্ঞের আগুনের ধোঁয়ায় চোখের ক্ষতি না হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় সপরিবারে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর কালীপুজোয় সামিল হলেন এবং অঞ্জলিও দিলেন।
চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার ২৫ দিন পর কালীপুজোর সকালে দেশে ফেরেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই সামিল হন। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। কারণ তাঁর চোখে জটিল অস্ত্রোপচার হয়েছে। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন আমেরিকার চিকিৎসক। সেখানে চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় অংশগ্রহণ করলেন তিনি।
এদিকে দেশে ফিরতেই দেখা যায়, তাঁর বাঁ চোখের চশমার কাচটি ঘষা। গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল। তবে চশমার ডান দিকের কাচটি ছিল সাধারণ। বেশিক্ষণ ফোনের স্ক্রিনে চোখ রাখাও বারণ তাঁর। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় অভিষেক আসতে পারবেন না বলেই অনেকে মনে করেছিলেন সকলে। আর সারাদিন উপোস করে পুজো দেওয়া থেকে ভোগ রান্না, অতিথি আপ্যায়ন—সবটাই নিজে হাতে সামলান তিনি। এবারেও তার অন্যথা হয়নি।
অন্যদিকে সন্ধ্যার পর কালীপুজো শুরু হতেই দেখা গেল অভিষেককে। প্রত্যেকবারের মতোই পাঞ্জাবী পরে তিনি সপরিবারে পুজোয় সামিল হন এবং অঞ্জলি দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, আরতির ওম অভিষেকের মাথায় দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে এবার চিকিৎসকের পরামর্শ মতো অভিষেকের চোখে ছিল বিশেষ কালো চশমা। তবে এখন কদিন তিনি বিশ্রাম নেবেন। তারপর মাঠে নামবেন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বলে সূত্রের খবর।