বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee: ‘গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়’

Abhishek Banerjee: ‘গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়’

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

তাঁকে কোনও সময় না দিয়ে তলব করা হয়েছে। ৯ ঘণ্টা ধরে জেরার নামে হেনস্থা করা হয়েছে তাঁকে। পরের বার তলব করলে অভিষেককে গ্রেফতার করতে পারে সিবিআই।

আদালত রক্ষাকবচ না দিলে গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে ইডির দায়ের করা মামলা থেকে অব্যহতি চেয়ে অভিষেকের আবেদনের শুনানিতে এই সওয়াল করলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। যদিও তাতেও কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আবেদন খারিজ করে শুক্রবার পর্যন্ত অভিষেককে কোনও রক্ষাকবচ দিতে অস্বীকার করেন বিচারপতিরা।

সিঙ্গল বেঞ্চের নির্দেশের পর শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন করেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। ওই দিনই অভিষেককে সমন পাঠায় সিবিআই। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় তাঁকে। শনিবার সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। দ্রুত শুনানির আবেদন জানান। সেকথা চিঠি দিয়ে সিবিআইকে জানান তৃণমূলের সাধারণ সম্পাদক।

সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে উঠলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ ও দলের শীর্ষপদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করে সিবিআই। তাঁকে কোনও সময় না দিয়ে তলব করা হয়েছে। ৯ ঘণ্টা ধরে জেরার নামে হেনস্থা করা হয়েছে তাঁকে। পরের বার তলব করলে অভিষেককে গ্রেফতার করতে পারে সিবিআই।’

এই সওয়ালের পরেও অভিষেকের আবেদনের দ্রুত শুনানি করতে রাজি হয়নি সর্বোচ্চ আদালত। শুক্রবার মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি তারা। যার ফলে অন্তত শুক্রবার পর্যন্ত রক্ষাকবচহীন অবস্থায় কাটাতে হবে অভিষেককে।

 

বন্ধ করুন