বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২০১৯ সালে থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছেন রুজিরা, বিস্ফোরক শুভেন্দু

২০১৯ সালে থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছেন রুজিরা, বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

এদিন শুভেন্দু বলেন, ‘অভিষেক ব্যানার্জি না তোলাবাজ ভাইপো কে আছে। যিনি বড় বড় কথা সিজিও কমপ্লেক্সের সামনে বলেছেন। তিনি রুজিরা নারুলার সঙ্গে তাঁর সম্পর্কটা বলে দিন না। আমি তো চেকটা দেখাই সব সভায়।

তাঁর বিরুদ্ধে বিনয় মিশ্রের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তোলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারি। শুক্রবার সন্ধ্যায় অভিষেককে তাঁর চ্যালেঞ্জ, ‘তিনি রুজিরা নারুলার সঙ্গে তাঁর সম্পর্কটা বলে দিন না।’

এদিন শুভেন্দু বলেন, ‘অভিষেক ব্যানার্জি না তোলাবাজ ভাইপো কে আছে। যিনি বড় বড় কথা সিজিও কমপ্লেক্সের সামনে বলেছেন। তিনি রুজিরা নারুলার সঙ্গে তাঁর সম্পর্কটা বলে দিন না। আমি তো চেকটা দেখাই সব সভায়। এখনো চাইলে গাড়ি থেকে এনে দেখিয়ে দেব। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে রুজিরা নারুলা আর মেনকা গম্ভীরা ওখানে তাদের অ্যাকাউন্ট ক্লোজ করেছে। সব টাকা তুলেছে। ব্যাঙ্কক আর কলকাতার মধ্যে ২৪টা বিমানের টিকিট আছে’। শুভেন্দু আরও বলেন, ‘তদন্ত হচ্ছে বলেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তথ্যের ওপর দাঁড়িয়ে কাজ করছে। তাতে এরা ভয় পেয়েছে।’

শুক্রবার গরুপাচারকাণ্ডে ইডির জেরার মুখোমুখি হয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে শুভেন্দুকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ‘ আমি নাম করে বলছি, শুভেন্দু অধিকারীর সঙ্গে ৬ – ৭ মাস আগে কয়লাপাচারে অভিযুক্ত পলাতক বিনয় মিশ্রের কথা হয়েছে। একজন সাংবাদিকের কাছে সেই ক্লিপ রয়েছে। সেই ক্লিপ আমি শুনেছি। উপযুক্ত সময় আমি তা আদালতে জমা দেব। আমি যা বললাম তা যদি মিথ্যা হয় তাহলে যেন শুভেন্দু আমার বিরুদ্ধে মামলা করেন। আদালতে ক্লিপ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।’

 

বন্ধ করুন