বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ED হাজিরার আগের দিন রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেক, বিচারপতি বললেন…

ED হাজিরার আগের দিন রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেক, বিচারপতি বললেন…

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

তৃণমূল সূত্রে খবর, INDIA-র সমন্বয় বৈঠকের পরিবর্তে বুধবার সিজিও কমপ্লেক্সেই যাচ্ছেন অভিষেক।

ইডির দফতরে হাজিরার আগেরদিন রক্ষাকবচ চেয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও আদালতের তরফে এব্যাপারে নতুন করে কোনও নির্দেশ দিতে অস্বীকার করা হয়। ফলে পুরনো রক্ষাকবচের ওপর ভর করেই বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তৃণমূলের সাধারণ সম্পাদককে।

নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সিজিও কমপ্লেক্সে অভিষেককে তলব করেছে ইডি। তার আগে মঙ্গলবার ফের রক্ষাকবচ চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করেন অভিষেক। কিন্তু বিচারপতি ঘোষ জানান, এব্যাপারে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রয়েছে। এই মামলার পরিসর বাড়াতে চায় না আদালত। ইডির আইনজীবী আদালতকে মৌখিকভাবে জানিয়েছেন, মামলার রায় প্রকাশ্যে না আসা পর্যন্ত তারা অভিষেকের বিরুদ্ধে কোনও রূঢ় পদক্ষেপ করবেন না। এখনো তারা সেই কথা রেখেছে। ফলে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন দেখছে না আদালত।

ওদিকে তৃণমূল সূত্রে খবর, INDIA-র সমন্বয় বৈঠকের পরিবর্তে বুধবার সিজিও কমপ্লেক্সেই যাচ্ছেন অভিষেক।

 

বন্ধ করুন