বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee to move Supreme Court: CBI ও ED-র জেরা থেকে বাঁচতে ফের সুপ্রিম কোর্টের দরজার কড়া নাড়বেন অভিষেক

Abhishek Banerjee to move Supreme Court: CBI ও ED-র জেরা থেকে বাঁচতে ফের সুপ্রিম কোর্টের দরজার কড়া নাড়বেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Twitter)

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ। অভিষেকের আইনজীবী জানিয়েছেন, হাই কোর্টের অর্ডারের প্রতিলিপি হাতে এলেই তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ। এর আগে কুন্তলের চিঠি কাণ্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেককে ইডি ও সিবিআই জেরা করতে পারবে। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষণিকের স্বস্তি পেয়েছিলেন অভিষেক। সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয়েছিল। বে এজলাস বদলালেও নির্দেশ একই থেকে গেল। এই আবহে অভিষেকের আইনজীবী জানিয়েছেন, হাই কোর্টের অর্ডারের প্রতিলিপি হাতে এলেই তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।

বিচারপতি অমৃতা সিনহা আজ জানিয়ে দিলেন যে ইডি এবং সিবিআই এই চিঠি নিয়ে অভিষেককে জেরা করতে পারবে। এর আগে এই মামলায় অভিষেককে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এদিকে এর আগে এই মামলায় অভিষেককে রক্ষাকবচও দেননি বিচারপতি সিনহা। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত হতেই মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সেই আবেদন খারিজ হয়েছে। এদিকে জেরার নির্দেশ চ্যালেঞ্জ করে অভিষেকের আবেদন হাই কোর্টে খারিজ হওয়ায় তাঁকে ২৫ লাখ টাকা জরিমানাও দিতে হবে বলে আজকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই জোড়া নির্দেশে বেশ চাপে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগে যুব তৃণমূলের সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম বলানোর জন্য ধৃতদের ওপর চাপ দিচ্ছে ইডি, সিবিআই। এরপরই কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে চিঠি দিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানান যে তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দ্রুত কুন্তল ও অভিষেককে জেরা করা উচিত তদন্তকারীদের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান অভিষেক। সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভিতে দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরেন অভিষেকের আইনজীবী। বলা হয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতে অভিষেকের প্রতি তাঁর বিরূপ মনোভাব ফুটে উঠেছে। সেই মামলার প্রেক্ষিতে সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি সরানো হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। সুপ্রিম নির্দেশিকার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে মামলার ফাইল চেয়ে পাঠায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়। পরে সেই ফাইল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠানো হয়। তবে ক্ষণস্থায়ী থাকে অভিষেকের স্বস্তি। বিচারপতি সিনহাও ইডি, সিবিআই জেরার পক্ষে নির্দেশ দেন। এই আবহে চরম অস্বস্তিতে পড়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক।

 

বন্ধ করুন