কোথাও হিংসার অভিযোগ উঠছে, কোথাও প্রতিশোধ নেওয়ার অভিযোগ উঠছে। রাজ্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাজিমাত করার পর থেকেই শাসক দলের নেতাদের বিরুদ্ধে এরকম সব অভিযোগ উঠতে শুরু করছে। সেই পরিস্থিতিতে তৃণমূল কর্মী-সমর্থকদের ‘শাসন’ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘জয়ের ক্ষেত্রে মানবিকতা এবং শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সকল নেতা এবং সদস্যদের আর্জি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের উপর যে আস্থা দেখিয়েছেন, সেটার যাতে আমরা মর্যাদা দিতে পারি এবং সম্মান করতে পারি। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনাদেশের কাছে তাঁরা ঋণী। তাঁদের আরও দায়িত্বশীলভাবে কাজ করা উচিত।’
অভিষেকের নিশানায় সোহমও?
রাজনৈতিক মহলের মতে, শুধু তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকদের নন, চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকেও ‘উপদেশ’ দিয়েছেন অভিষেক। যিনি সম্প্রতি নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে থাপ্পড় মারেন। সোহম দাবি করেছিলেন যে অভিষেকের নামে কটূ শব্দ ব্যবহার করেন ওই রেস্তোরাঁর মালিক। গালিগালাজ করেছেন। পালটা রেস্তোরাঁর মালিক দাবি করেন, তাঁকে হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। পুলিশও হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন ওই রেস্তোরাঁর মালিক।
২০২৬-র লক্ষ্যে বার্তা অভিষেকের?
তবে নিজের বার্তায় সোহম বা কারও নাম করেননি অভিষেক। কিন্তু সোহমের থাপ্পড় মারার ঘটনা, তৃণমূলকে ভোট না দেওয়ায় আবাসনের সামনে ময়লা ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পরপরই অভিষেক সেই বার্তা দেওয়ায় রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূল নেতা-কর্মীদের শৃঙ্খলায় বাঁধার চেষ্টা করছেন অভিষেক, যাতে লোকসভা নির্বাচনের পরে তৃণমূল যে অ্যাডভান্টেজ পেয়েছে, সেটা নষ্ট না হয়ে যায়। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যাতে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলের থেকে মানুষ মুখ ফিরিয়ে না নেন।
বিরক্তি প্রকাশ করেছিলেন মমতাও
উল্লেখ্য, উল্টোডাঙার আবাসনের মধ্যে অটো এবং বাইক মিছিল নিয়ে তুমুল উষ্মাপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা। অভিযোগ উঠেছিল যে উল্টোডাঙার একাধিক আবাসনের মধ্যে ঢুকে অটো এবং বাইক নিয়ে মিছিল করেছে তৃণমূল। ওই আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট না দেওয়ায় সেই 'উচ্ছ্বাস' প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। একটি মহলের দাবি, সেই ঘটনায় তুমুল বিরক্তি প্রকাশ করেন মমতা। কারা সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা জানতে চান স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে।
আরও পড়ুন: Modi Oath Taking Ceremony LIVE: আছে ১ সিট, চাই পূর্ণমন্ত্রী! BJP-র মাথাব্যথা NCP