প্রয়াগে কুম্ভ মেলা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে বুধবার বিধানসভার গেটে তুমুল বিক্ষোভ দেখাল ABVP. রাজ্যে মুসলিম তোষণ বন্ধ ও মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখান জনা ১৫ ABVP সমর্থক। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিধানসভা চত্বর থেকে সরিয়ে দেয়।
এদিন দুপুরে অধিবেশন চলাকালীন হঠাৎই বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ABVP সমর্থকরা। কুম্ভ মেলা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য তাঁকে ধিক্কার দিয়ে মুহুর্মুহু স্লোগান তুলতে থাকেন। এমনকী রাজ্য সরকারকে মুসলিম তোষণ বন্ধ করতে হবে বলেও স্লোগান তোলেন তাঁরা। সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের তাড়া করে পাকড়াও করে পুলিশ। এর পর টেনে হিঁচড়ে সেখানে আগে থেকে দাঁড় করিয়ে রাখা প্রিজন ভ্যানে তোলে।
আরও পড়ুন - জানা গেল ট্যাংরায় নিহতদের নাম, ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব
পড়তে থাকুন - ওসিকে পিটিয়ে গ্রেফতার আরেক ওসি, চাঞ্চল্য পুলিশমহলে
মঙ্গলবার রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহাকুম্ভ আমি নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। আমি মহাকুম্ভকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। কিন্তু প্ল্যানিং না করে হাইপ তুলে এত লোকের মৃত্যু… বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? হাজার হাজার। বড়লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না।’
আরও পড়ুন - স্কুলের মধ্যে ২ ছাত্রের মারামারি, সহপাঠীর ঘুসিতে মৃত্যু হল ১ জনের
মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মহাকুম্ভকে মুখ্যমন্ত্রী বলেছেন মৃত্যুকুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা টাকা রোজগার করার জন্য করা হয়েছে। এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে।’