বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এজেসি উড়ালপুলে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় খুলে গেল হেলমেট, মৃত্যু বাইকআরোহীর

এজেসি উড়ালপুলে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় খুলে গেল হেলমেট, মৃত্যু বাইকআরোহীর

মৃতদেহের প্রতীকী ছবি

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

এক পথদুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবার দুর্ঘটনা শহরে। এজেসি উড়ালপুলে গাড়ির ধাক্কা মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মদন সাহা।

মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই দুর্ঘটনা হয়। ওই ব্যক্তি বাইক নিয়ে এজেসি উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। বাইক নিয়ে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা খান ওই ব্যক্তি। মাথা থেকে হেলমেটটি খুলে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাথা আঘাত লাগার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

(পড়তে পারেন। সাত সকালে নেই পুলিশি নজরদারি, হলদিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, অবরোধ)

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, রবিবার ভোরেও একটি পথ দুর্ঘটনা হয় শহরে। ভোর পাঁচটা আটচল্লিশ নাগাদ দ্রুত গতিতে এক্সাইড থেকে আসা একটি দুধের গাড়ি সার্কাস এভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে। ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তার ফের একদিন পর পথদুর্ঘটনা শহরে।

 

বন্ধ করুন