বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Red Road Accident: ঘোড়ার গাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা, একসঙ্গে আহত তিন, গ্রেফতার একজন

Red Road Accident: ঘোড়ার গাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা, একসঙ্গে আহত তিন, গ্রেফতার একজন

ঘোড়ার গাড়িতে এসে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি।

রেড রোডে ঘোড়ার গাড়ি থাকে প্রমোদভ্রমণের জন্য। এটাই কলকাতার মানুষ দেখে আসছেন। কলকাতার শীতে এখানে ঘোড়ার গাড়ি চড়তে ভিড় করেন পর্যটকরা। তেমনই এখানে কয়েকজন ঘোড়ার গাড়ি চড়তে এসেছিলেন। সেটাই দুর্ঘটনার রূপ নেয়। আর চারদিন পরেই বড়দিন। এখানে ভিড় বাড়বে। সেখানে এমন পথ দুর্ঘটনা পুলিশকেও ভাবিয়ে তুলেছে।

রেড রোডে আজ, বুধবার ঘোড়ার গাড়িতে এসে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। আর এই ধাক্কার জেরে উল্টে যায় ঘোড়ার গাড়ি। সেখানে তিনজন সওয়ারি ছিলেন। যাঁরা দুর্ঘটনায় জখম হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় রেড রোড জুড়ে তুমুল যানজট তৈরি হয়েছে। রেড রোডে আরোহী–সহ ঘোড়ার গাড়িতে সজোরে ধাক্কা মারলে সেটি উলটে যায় বলে খবর।

ঠিক কী ঘটেছে রেড রোডে?‌ স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে এই দুর্ঘটনায় চূড়ান্ত যানজট তৈরি হয়। রেড রোডে পুলিশ এসে গ্রেফতার করে ওই গাড়ির চালককে। যদিও ওই চালকের দাবি, তাঁর গাড়ি চালানোয় গলদ ছিল না। এই পথ দুর্ঘটনা নিয়ে ওই চালক জিজ্ঞাসা করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার গাড়ির সামনেই হঠাৎ চলে এসেছিল ঘোড়ার গাড়ি। আমি ব্রেক কষেও আটকাতে পারিনি পথ দুর্ঘটনা।’

আর কী জানা যাচ্ছে?‌ রেড রোডে ঘোড়ার গাড়ি থাকে প্রমোদভ্রমণের জন্য। এটাই কলকাতার মানুষ দেখে আসছেন। কলকাতার শীতে এখানে ঘোড়ার গাড়ি চড়তে ভিড় করেন পর্যটকরা। তেমনই এখানে কয়েকজন ঘোড়ার গাড়ি চড়তে এসেছিলেন। সেটাই দুর্ঘটনার রূপ নেয়। আর চারদিন পরেই বড়দিন। এখানে ভিড় বাড়বে। সেখানে এমন পথ দুর্ঘটনা পুলিশকেও ভাবিয়ে তুলেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে রেড রোডে পৌঁছনোর সময়ই এই পথ দুর্ঘটনা ঘটে।

কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে। গাড়ির ধাক্কায় চাকা খুলে উল্টে যায় ঘোড়ার গাড়ি। আঘাত লাগে ঘোড়ারও। তখন সেই ঘোড়ার গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়েন আরোহীরা। তার জেরে এক শিশু–সহ তিন আরোহী জখম হন। তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘোড়াটি সুস্থ আছে। তদন্ত শুরু হয়েছে।

বন্ধ করুন