বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Acharya Bill: আচার্য বিল আটকে রাজভবনে, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

Acharya Bill: আচার্য বিল আটকে রাজভবনে, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

মন্ত্রিসভায় পাশ হওয়ার পর প্রায় এক বছর ধরে বিলটি রাজভবনে পড়ে রয়েছে। পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড় এই বিলে সই করেননি। র পর এখন পর্যন্ত বিলে সই করেননি বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য করা বিল মন্ত্রিসভায় পাশ হয়েছে অনেক আগে। কিন্তু বিলটি পড়ে আছে রাজ্যপালের কাছে। এখনও পর্যন্ত সেই বিলে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ বার আচার্য বিল নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হল।

এই মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ এই মামলা শুনবে।

মন্ত্রিসভায় পাশ হওয়ার পর প্রায় এক বছর ধরে বিলটি রাজভবনে পড়ে রয়েছে। পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড় এই বিলে সই করেননি। সেই সময় বিলটি নিয়ে বিস্তর জলঘোলা হয়। তার পর এখন পর্যন্ত বিলে সই করেননি বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

এই বিল নিয়ে শাসকদলের নেতা ও মন্ত্রীরা একাধিকবার সরব হয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'বিলটি খতিয়ে দেখে রাজ্যপাল সই করুন। নইলে বিলটা ফেরত পাঠান।' কিন্তু এখনও রাজভবনের ঠান্ডা ঘরে বিলটি পড়ে আছে। এ বার বিলটি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে। (পড়তে পারেন। মুখ্যমন্ত্রীর পাড়ায় নয়, হ্যারিকেন মিছিলের পথ ঘুরিয়ে দিল ডিভিশন বেঞ্চ

এই মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্টে। এই জনস্বার্থ মামলার আবেদনপত্র রাজ্যপালের কাছে পাঠাবেন মুখ্যসচিব। মামলার শুনানি ১২ জুন। (পড়তে পারেন। 'অভিষেকের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তদন্তের নির্দেশে কোনও পক্ষপাত ছিল না', HC-এ বলল ED)

বন্ধ করুন