বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur University recruitment: JU-তে নিয়োগের তালিকা তৈরি করেছিলেন পার্থ! আচমকা বাতিল নিয়োগ প্রক্রিয়া

Jadavpur University recruitment: JU-তে নিয়োগের তালিকা তৈরি করেছিলেন পার্থ! আচমকা বাতিল নিয়োগ প্রক্রিয়া

 যাদবপুর বিশ্ববিদ্যালয়।

২০২০ সালের ডিসেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল এবং ২০২১ সালের জানুয়ারি মাসে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হয়। দুটি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ছিল ১১৬ টি। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৩৫ হাজার প্রার্থী। 

সম্প্রতি স্কুলে নিয়োগ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি’র নিয়োগ প্রক্রিয়া আচমকা বাতিল করে দেওয়া হল। আর তাতেই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে স্কুলের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও নিয়োগে কি দুর্নীতি হয়েছে? নিয়োগের জন্য পরীক্ষা হওয়ার পরেও কেন এই প্রক্রিয়া বাতিল করা হল? এই নিয়ে উঠছে প্রশ্ন।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০২০ সালের ডিসেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল এবং ২০২১ সালের জানুয়ারি মাসে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হয়। দুটি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ছিল ১১৬টি। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৩৫ হাজার প্রার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই পরীক্ষার রেজাল্টও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু, গত সেপ্টেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কী কারণে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হল? সে বিষয়ে অবশ্য বিশেষ কিছু বলতে চাননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের-সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, কর্ম সমিতির বৈঠকে এই প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক কিছু সমস্যা হচ্ছিল সেই জন্য এই সিদ্ধান্ত।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন জুটার দাবি, এই নিয়োগ প্রক্রিয়ার তালিকা তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানিয়েছেন, যাদের এই নিয়োগের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সংস্থা কোনও কাগজ দেখাতে পারেনি। তাই নিয়োগ বাতিল করা হয়েছে। তাছাড়া, এই নিয়োগের তালিকা তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শাসক দলের লোকজন। তাহলে কি এই নিয়োগের তালিকা তৈরির ক্ষেত্রেও দুর্নীতি হয়েছিল? আর সেই কারণেই কি তড়িঘড়ি এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? তাই নিয়ে উঠছে প্রশ্ন।

বন্ধ করুন