শনিবার ডাক্তারদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) কলকাতা শাখার নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। ছোট্ট নির্বাচনেও কারচুপি, বহিরাগতদের নিয়ে এসে ভোট করানোর অভিযোগে কার্যত সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ। যা সামলাতে গিয়ে রীতীমতো পুলিশকে হিমশিম খেতে হয়। এই নির্বাচনে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট নির্মল মাজির বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে লেনিন সরণি। ডাক্তারদের ভোটেও যেভাবে কারচুপির অভিযোগ উঠেছে তা নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা ডাক্তারদেরকে আধা ভগবান বলে থাকি বাংলার সেই আধা ভগবান ডাক্তাররাও এবার নির্বাচনে ছাপায় নেমে গেল, এবার আমরা কোথায় যাব!’ অধীরের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করেই আইএমএ’র নির্বাচনে ছাপ্পা ভোট হয়েছে। এ প্রসঙ্গে তাঁর কটাক্ষ, ‘পশ্চিমবঙ্গ সরকার যখন নিজে ধাপ্পা, জালিয়াতি, নির্বাচনী ছাপ্পাতে বিশ্বাস করে, ভোট লুঠে বিশ্বাস করে তখন তার দলের নেতাকর্মীরাই বা বাদ যাবেন কেন! বাংলার মুখ্যমন্ত্রী পথ খুলে দিয়েছেন কিভাবে ক্ষমতায় থাকতে হয়। লুঠ করো, মারো,ছাপ্পা, ধাপ্পা দাও, কিন্তু ক্ষমতায় থাকো। বাংলার মুখ্যমন্ত্রীর সেই পদাঙ্ক অনুসরণ করছে ডাক্তার সমাজ।’
প্রসঙ্গত, গতকাল শনিবার আইএমএ কলকাতা শাখা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লেলিন সরণির কার্যালয়। ভোট শেষ হলে শনিবার সারারাত ধরে চলে ভোট গণনা। ৯ ভোটের ব্যবধানে ডাক্তার প্রশান্ত ভট্টাচার্যকে হারিয়ে চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন নির্মল মাজি। নির্বাচনে জয়ের পরেই ছাপ্পা ভোটের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পাল্টা বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন।