বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WBPCC: BJP-র সঙ্গে কংগ্রেস নেতাদের DA আন্দোলনের থাকায় সায় নেই অধীরের

WBPCC: BJP-র সঙ্গে কংগ্রেস নেতাদের DA আন্দোলনের থাকায় সায় নেই অধীরের

অধীর চৌধুরী।

কৌস্তভবাবু বলেন, আমি বক্তব্য রাখার সময়ই মঞ্চে হাজির হন শুভেন্দুবাবু। আমি সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে মঞ্চ ত্যাগ করি। একমঞ্চে কখনওই ছিলাম না। আমি আমার দলের সিদ্ধান্ত জানি। তবে DA-র দাবি ন্যায্য।

DA আন্দোলনের মঞ্চে একসঙ্গে কংগ্রেস ও বিজেপি নেতাদের দেখা যাওয়ায় সাফাই দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রবিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে কংগ্রেস নেতাদের উপস্থিতি সমর্থন করে না দল। তবে এজন্য যে নেতারা মঞ্চে হাজির ছিলেন তাদের বিরুদ্ধে যে দল পদক্ষেপ করবে না তাও মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন অধীর।

এদিন অধীরবাবু বলেন, ‘আমাদের দলের কোনও অনুমতি ছিল না। কারণ, বিজেপির সঙ্গে কোনও মঞ্চে আমরা থাকতে পারি না। কংগ্রেসের কেউ গিয়ে থাকলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে আমি কখনও অনুমোদন করিনি। এর পর কোনও নেতা যেন এই ধরণের সিদ্ধান্ত নিতে না পারেন সেজন্য যা করার আমরা করব।

শাস্তিটা বড় কথা নয়। তাঁরে কেন গিয়েছেন সেটা এখনো জানি না। আমাদের মধ্যে নানা ধরণের নেতা আছে। সেই ধরণের নেতা ব্যক্তিগত উদ্যোগে গেছে। পার্টির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। DA কর্মচারীদের দাবিকে সমর্থন করেছি। কিন্তু তাদের দাবিকে সমর্থন করতে গিয়ে বিজেপির সঙ্গে এক মঞ্চে আমি থাকতে পারি না। বিজেপির দালাল তৃণমূল, বিজেপি - তৃণমূল বন্ধু। সারা ভারতের সব মানুষ জানে। কংগ্রসের কোন নেতা তাদের পাশে গিয়ে বসল তাতে এটা নয় যে কংগ্রেসের সঙ্গে তার যোগাযোগ রয়েছে’।

শনিবার DA আন্দোলনের ১০০ দিন পূর্তিতে মহামিছিলেন পর দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে সভার আয়োজন করেছিলেন আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। সেই সভায় একমঞ্চে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা আবদুল মান্নান, অসিত মিত্র ও কৌস্তভ বাগচীকে।

অধীরবাবুর মন্তব্যের প্রেক্ষিতে কৌস্তভবাবু বলেন, আমি বক্তব্য রাখার সময়ই মঞ্চে হাজির হন শুভেন্দুবাবু। আমি সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে মঞ্চ ত্যাগ করি। একমঞ্চে কখনওই ছিলাম না। আমি আমার দলের সিদ্ধান্ত জানি। তবে DA-র দাবি ন্যায্য। আর বিজেপি পূর্ব দিকে সূর্য ওঠে বললে আমাকে পশ্চিম দিকে সূর্য উঠছে বলতে হবে না কি?

এব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, অরাজনৈতিক মঞ্চে যে কেউ যেতে পারে। এসব ছুঁৎমার্গে বিজেপি বিশ্বাস করে না।

 

বন্ধ করুন