ঘোষিত ভাবে নয় সিপিএম সঙ্গে অঘোষিত জোট চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই জোট হবে বাস্তবতার উপর ভিত্তি করে।
প্রদেশ সভাপতির কথায়,'নিচু তলার কংগ্রেস ও বাম কর্মীরা মিলেমিশে পঞ্চায়েত ভোট লড়াই করতে পারে। তবে তা হবে বাস্তবতার উপর ভিত্তি করে। বাস্তবতার উপর দাঁড়িয়ে অঘোষিত জোট হতে পারে।' গত বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে ঘোষিত জোট হওয়া স্বত্ত্বেও বিপর্যের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। কিন্তু পরবর্তীকালে পুরভোটে আলাদা ভাবে লড়ে ভালো ফল করেছে সিপিএম। অন্য দিকে কংগ্রেসেরও কলকাতায় বিধানসভা ভোটের তুলনায় ভালো ফল হয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচনে ঘোষিত জোট করে কর্মীদের বাধ্যবাধকতার মুখে ফেলতে চাইছে না অধীর। কারণ তিনি মনে করছেন, পঞ্চায়েত ভোটে স্থানীয় ভাবে নানা সমীকরণ কাজ করে। তাই আগে থেকে বেঁধে দিলে ভোটে ভালো ফল নাও হতে পারে।
অন্য দিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর মতে, 'বিজেপিকে আটকাতে তৃণমূলকে সাহায্য করলাম বা তৃণমূলকে রুখতে বিজেপিকে মদত দিলাম, এর কোনওটাই কাজের কথা নয়! বিজেপি ও তৃণমূলকে আটকাতে সবাইকে একজোট হতে হবে। আমরা মানুষকে এক জোট করতে চাই।'
তবে শাসকদল এই জোট প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের প্রসঙ্গ তুলেছে। সেখানে বহরমপুর কৃষি সমবায় সমিতির নির্বাচনে সবক'টি আসনে জয় পেয়েছে বাম-বিজেপি জোট। এ প্রসঙ্গে শাসকদলের এক নেতার প্রশ্ন,'এ ক্ষেত্রে সুজনবাবুর যুক্তি কোথায় গেল? তৃণমূলকে রুখতে বিজেপির সঙ্গে হাত মেলাতে ওনাদের দ্বিধা নেই।' তবে বাম-কংগ্রেস অঘোষিত জোট ভাবনাকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।