বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পথে - আদালতে লড়াই চলবে, কৌস্তভের গ্রেফতারিতে বললেন অধীর

পথে - আদালতে লড়াই চলবে, কৌস্তভের গ্রেফতারিতে বললেন অধীর

অধীররঞ্জন চৌধুরী। ফাইল ছবি (PTI)

এদিন অধীরবাবু বলেন, ‘জানি না কৌস্তভকে কেন গ্রেফতার করল। শোনা যাচ্ছে ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করার জন্য ওকে গ্রেফতার করেছে। রাত তিনটে থেকে ওর পরিবারকে ঘিরে রেখে দিয়েছে। যেন মনে হচ্ছে কোনও উগ্রপন্থীকে ধরতে এসেছে।

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারির তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শনিবার সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে বলেন, পুলিশ কৌস্তভকে গ্রেফতার করে প্রমাণ করল, কেউ মুখ্যমন্ত্রীর সমালোচনা করলে তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীর মতো ব্যবহার করা হবে।

এদিন অধীরবাবু বলেন, ‘জানি না কৌস্তভকে কেন গ্রেফতার করল। শোনা যাচ্ছে ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করার জন্য ওকে গ্রেফতার করেছে। রাত তিনটে থেকে ওর পরিবারকে ঘিরে রেখে দিয়েছে। যেন মনে হচ্ছে কোনও উগ্রপন্থীকে ধরতে এসেছে। কৌস্তভকে থানায় ডাকলে সে যেত। সে প্রতিদিন কোর্টে যায়। সে তো কোনও ক্রিমিন্যাল নয়। পলাতক আসামী নয়। মাঝ রাতে তার বাড়ি ঘেরাও করে পুলিশ প্রমাণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললে তাঁর বিরুদ্ধে উগ্রপন্থীর মতো ব্যবহার করা হবে’।

শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন আমলা দীপক ঘোষের একটি বইয়ের উদ্ধৃতির উল্লেখ করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। এর পর গভীর রাতে তাঁর বাড়ি পৌঁছে যায় কলকাতার বড়তলা থানার পুলিশ। হুমকি, হিংসা ছড়ানোর চেষ্টাসহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।

 

 

বন্ধ করুন