জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ ছিল ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের অধীনে আদিগঙ্গার সংস্কার সম্পূর্ণ করতে হবে। কাজ শেষের পর রিপোর্ট দিতে হবে ২০২৫ সালের ১৫ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। সেই মতোই আগামী বছরের পুজোর আগেই আদিগঙ্গা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। কলকাতা পুরসভা সূত্রে এমনটাই জানা গিয়েছে। এছাড়া, গঙ্গা দূষণ নিয়ে প্রচার চালানোর পাশাপাশি নদীর দূষণ রোধে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: কালীঘাটের পাশেই সেজে উঠছে আদিগঙ্গার ঘাট! এখানেই কথা বলে ইতিহাস, ঝলমল করবে আলোয়
কলকাতায় তিন দিন ধরে চলছে গঙ্গা উৎসব। ‘আদিগঙ্গা পরিষ্কার, আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে কলকাতা পুরসভা গঙ্গা উৎসব পালন করেছে। সোমবার সেই উৎসবে যোগ দেন ফিরহাদ। লঞ্চে চেপে তিনি গঙ্গার ঘাট পরিদর্শন করেন। ফিরহাদের সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিংহ, সন্দীপন সাহা, অসীম বসু প্রমুখ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গড়িয়া থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত আদি গঙ্গার দৈর্ঘ্য হল ১৫ কিলোমিটার। ধাপে ধাপে এই অংশের কাজ শেষ করা হচ্ছে। এর জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আদি গঙ্গায় ব্রিজের উপর থেকে যাতে কেউ নোংরা না ফেলতে পারেন তার জন্য ব্রিজগুলি লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। আরও জানা গিয়েছে, গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত এমনভাবে আদি গঙ্গার সংস্কার করা হচ্ছে যে তাতে নৌকা পর্যন্ত চালানো যাবে।
এদিকে, এদিন গঙ্গা দূষণ নিয়ে ক্ষোভ উগরে দেন ফিরহাদ। তিনি জানান, বহু নাগরিক আছেন যারা গঙ্গাকে ভ্যাট মনে করেন। ইচ্ছেমতো গঙ্গায় জঞ্জাল ফেলেন। এপ্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত গঙ্গাকে রক্ষার জন্য এগিয়ে আসা। কিন্তু কেন্দ্রের কাছ থেকে কোনও রকমের সাহায্য পাওয়া যাচ্ছে না। তবে কিছু সংগঠন আছে যারা গঙ্গা দূষণ নিয়ে কাজ করছে। এছাড়াও গঙ্গাপাড়ে আরও সুবজায়ন করা হবে বলে জানান মেয়র। পুরসভা সূত্রে জানা যাচ্ছে, ভাঙন রোধ করতে সক্ষম গাছ লাগানো হবে।
উল্লেখ্য, আদি গঙ্গায় পলি জমে বুঝে যাওয়া নিয়ে এবং জলে ভাসমান আবর্জনা নিয়ে পরিবেশ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। এমনকী পরিবেশ আদালত এনিয়ে কলকাতা পুরসভাকে ভর্ৎসনা করেছিল। তারপরেই মুখ্য সচিবের নেতৃত্বে নগর উন্নয়ন দফতর, কলকাতা পুরসভা, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি সহ একাধিক দফতর ও সংস্থা বৈঠক করে। তাতে সিদ্ধান্ত হয় বেশ কয়েকটি পর্যায়ে আদিগঙ্গা সংস্কার করা হবে। প্রথম পর্যায়ে টালি নালার ৪.৭ কিলোমিটার অংশ পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ১১ কোটি ১৬ লক্ষ টাকা। আর দ্বিতীয় ধাপের কাজের জন্য ১৫ কোটি টাকা খরচ ধার্য হয়েছে।