বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > NHRC বলছে ভোটের পর ৫২ জন খুন হয়েছে, রাজ্য বলছে ২২, প্রশ্ন মৃতের পরিবারের

NHRC বলছে ভোটের পর ৫২ জন খুন হয়েছে, রাজ্য বলছে ২২, প্রশ্ন মৃতের পরিবারের

 কলকাতা হাই কোর্ট

মৃতের পরিবারের আইনজীবী জানান, মানবাধিকার কমিশনের রিপোর্টকে কোনওভাবেই পক্ষপাতদুষ্ট বলা যায় না।

ভোট পরবর্তী হিংসা নিয়ে মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে জোর সওয়াল করলেন মৃতের পরিবারের আইনজীবী মহেশ জেঠমালানি। কমিশনের দেওয়া রিপোর্ট যে পক্ষপাতদুষ্ট হতে পারে না, সেবিষয়টিও বার বার বুঝিয়ে দেন তিনি। একইসঙ্গে মানবাধিকার কমিশনের সঙ্গে রাজ্যের দেওয়া তথ্যে যে ফারাক হচ্ছে, সেকথাও বুঝিয়ে দেন আইনজীবী।

এদিন হাই কোর্টে মামলার শুনানি চলাকালীন মৃত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, ‘‌কেউ অস্বীকার করতে পারবে না যে ভোট পরবর্তী হিংসা হয়েছে। বিভিন্ন জায়গা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই মানবাধিকার কমিশন রিপোর্ট তৈরি করেছে। মানবাধিকার কমিশন আর রাজ্যের তৈরি রিপোর্টের মধ্যে একটা ফারাক তৈরি হয়েছে। কমিশন যেখানে বলছে খুন হয়েছে ৫২ জন, সেখানে রাজ্যের তৈরি রিপোর্টে বলা হচ্ছে, ২২ জন খুন হয়েছে। কমিশন বলছে ৭৯ জন নিগ্রহের ঘটনা ঘটেছে। চার মধ্যে যদি রাজ্য সরকারের দাবি, ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি।

একইসঙ্গে মৃতের পরিবারের আইনজীবী জানান, মানবাধিকার কমিশনের রিপোর্টকে কোনওভাবেই পক্ষপাতদুষ্ট বলা যায় না। হাইকোর্টের নির্দেশে কমিশন স্বাধীনভাবে তদন্ত করছে। কোর্ট কমিশনকে বলেছিল যে সব পুলিশ অপরাধের সঙ্গে যুক্ত, তাঁদের তালিকা তৈরি করতে। মানবাধিকার কমিশন যদি সেটা তৈরি করে, তাহলে রাজ্য সেটা বলতে পারে না যে অযৌক্তিক অনুমানের ওপর ভিত্তি করে করা হচ্ছে।

বন্ধ করুন