বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > উপনির্বাচনের পরাজয়ে দলের অন্দরে শুভেন্দু–সুকান্তকে নিশানা, জমা পড়বে রিপোর্ট

উপনির্বাচনের পরাজয়ে দলের অন্দরে শুভেন্দু–সুকান্তকে নিশানা, জমা পড়বে রিপোর্ট

শুভেন্দু অধিকারী।

সেখানে নিশানা করা হয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার–সহ বেশ কয়েকজনকে।

রাজ্যের দুই উপনির্বাচনেও পরাজয়ের মুখ দেখল বিজেপি। আর তাতেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। বিজেপির বেশকিছু সদস্য সোশ্যাল মিডিয়ায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়ী করেছেন প্রার্থীদের ব্যর্থতার জন্য। বালিগঞ্জে গোহারা হয়েছে বিজেপি। আসানসোলে একই অবস্থা। যদিও খানিকটা লড়াই করেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে বালিগঞ্জে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই নিয়ে বিজেপির আদি নেতারা সোশ্যাল মিডিয়ায় বাংলার নেতৃত্বকে তোপ দেগেছেন। সেখানে নিশানা করা হয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার–সহ বেশ কয়েকজনকে।

বিজেপির হয়ে এই দুই কেন্দ্রে প্রচার করেছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। আর এঁদের সঙ্গে এখন লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষদের দূরত্ব বেড়েছে। লকেট সরাসরি বিদ্রোহ করেছিলেন দলের অন্দরে। সেখানে এই ফলাফলের জন্য তাঁরা সুকান্ত–শুভেন্দুকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা বলে সূত্রের খবর। তাই উপনির্বাচনের তারকা প্রচারকদের তালিকায়ও ছিলেন না লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষ। এই পরাজয়ের জন্য দুর্বল সংগঠনকেই তাঁরা দায়ী করেছেন। এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন তাঁরা বলে সূত্রের খবর।

ঠিক কী ঘটেছে বিজেপির অন্দরে?‌ আজ, শনিবার উপনির্বাচনের ফলাফল সামনে আসার পর বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। একটি টুইটে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্যদের নাম উল্লেখ করে তুলোধনা করেছেন দলের বেশ কয়েকজন নেতা। এমনকী ফলাফল নিয়ে অগ্নিমিত্রা পালও টুইট করেছেন প্রধানমন্ত্রীকে। এই পরাজয়ের জন্য তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন।

সূত্রের খবর, একের পর এক পরাজয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্য–সহ সাধারণ সম্পাদক সংগঠনের নামও থাকবে। সংগঠন না বুঝেই তাঁরা কাজ করছেন বলে অভিযোগ করা হবে। কয়েকদিন পর রাজ্যে আসছেন অমিত শাহ। সেখানেই এই রিপোর্ট তুলে ধরা হবে।

বাংলার মুখ খবর

Latest News

‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.