বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Coronavirus: করোনা বাড়তেই ঘাটতি প্যারাসিটামল জাতীয় ওষুধে, ডাক্তারদের পরামর্শ নেওয়ার অনুরোধ

Coronavirus: করোনা বাড়তেই ঘাটতি প্যারাসিটামল জাতীয় ওষুধে, ডাক্তারদের পরামর্শ নেওয়ার অনুরোধ

প্যারাসিটামল ওষুধ। ফাইল ছবি। (HT_PRINT)

বিক্রেতাদের বক্তব্য, সর্দি-কাশি, সামান্য গা গরম বা ব্যথা হলেই মানুষজন প্যারাসিটামল জাতীয় ওষুধ কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতাদের মতে, গত কয়েকদিনে রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বেড়েছে সেই কারণে ওষুধের চাহিদা এক ধাক্কায় এতটা বেড়েছে।

মাঝখানে থমকে থাকার পর আবার রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ২৬ জুনের পর থেকে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮০০-এর উপরে। জানিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। আর করোনা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বরের ওষুধ বিশেষ করে প্যারাসিটামলের চাহিদা। ফলে প্যারাসিটামলের যোগানে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া এবং বাড়িতে ওষুধ মজুদ না রাখার পরামর্শ দিচ্ছেন ওষুধ বিক্রেতা এবং চিকিৎসকরা।

বিক্রেতাদের বক্তব্য, সর্দি-কাশি, সামান্য গা গরম বা ব্যথা হলেই মানুষজন প্যারাসিটামল জাতীয় ওষুধ কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতাদের মতে, গত কয়েকদিনে রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বেড়েছে সেই কারণে ওষুধের চাহিদা এক ধাক্কায় এতটা বেড়েছে। ফলে এই জাতীয় ওষুধের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতেরা। শুধু তাই নয়, দুমাস আগে অর্ডার দেওয়া থাকলেও প্যারাসিটামল ওষুধ মিলছে না বলে তাদের দাবি।

এসএসকেএম চত্বর থেকে শুরু করে যাদবপুর, এলিগেন রোড সহ কলকাতার বিভিন্ন জায়গায় ওষুধের দোকানগুলিতে এরকমই অবস্থা। ওষুধ বিক্রেতাদের কথায়, সাত দিন আগে প্যারাসিটামলের এরকম চাহিদা ছিল না। কিন্তু, এখন প্রতিদিন ৩০ পাতা করে প্যারাসিটামল বিক্রি হচ্ছে।

এই অবস্থায় চিকিৎসকলাও বলছেন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার কথা। বিশেষজ্ঞ চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ‘অযথা ওষুধ কিনে বাড়িতে স্টক করার কোনও প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে চিকিৎসকের পরামর্শ মেনেই ওষুধ কিনুন।’ একইভাবে অন্য এক চিকিৎসকও ডাক্তারবাবুর পরামর্শ মেনে ওষুধ খাওয়ার কথা বলেছেন। প্রসঙ্গত করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময় একইভাবে প্যারাসিটামল জাতীয় ওষুধের ঘাটতি দেখা দিয়েছিল। ফের করোনার বাড়তেই এই ওষুধের ঘাটতি দেখা দিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

গার্হস্থ্য হিংসার ভয়াবহ রূপ এবার OTT-তে, জুটি বেঁধে আসছেন পাওলি-সৌরভ অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সুপার একদিনে ৫০০ কমার পর কলকাতায় দু'দিনেই ৮০০ টাকা বেড়ে গেল সোনার দাম! ‘মেকআপ করার নামে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে?’ বিস্ফোরক বিদিশা চক্রবর্তী প্রতিবাদের মাঝে পুজো কালেকশনের বিজ্ঞাপনে সোহিনী! অভিনেত্রীকে কটাক্ষ TMC সমর্থকের আরজি কর কাণ্ডে জনমত এখন কেমন আছে?‌ পরিস্থিতি বুঝতে জেলায় অভিষেকের প্রতিনিধি কর্মী সংখ্যা মাত্র ৬৪, শেয়ার বাজারে অভিষেকেই ৩১% মুনাফা দিয়ে গেল 'বস' ভিডিয়ো- টেস্ট সিরিজ শুরুর আগে হাড়ভাঙা খাটুনি রোহিতের! দেখে মনে হবে না বয়স ৩৭! প্রথম ইতালীয় হিসেবে US ওপেনের ফাইনালে সিনার! ১৫ বছরের অপেক্ষা শেষ আমেরিকার ২ জনকে মেরে জেলে, প্রাণভয়ে ছিলেন স্ত্রীরা, সেই ‘লাল’ দুলাল চাইলেন RG করের বিচার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.