মেদিনীপুর মেডিক্যালে রোগীমৃত্যুর পর ফের একবার রাজ্যে ওষুধ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনেলন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেছেন ইমপেক্স ল্যাবরেটরিজ নামে একটি সংস্থার ওষুধ তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এমনকী বিভিন্ন সরকারি হাসপাতাল ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের চিঠি দিয়ে ওই সংস্থার সমস্ত ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুভেন্দুবাবুর প্রশ্ন, ‘এত গোপনীয়তা কেন?’
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজের সমস্ত ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর। এছাড়া ২৯ জানুয়ারি ওই সংস্থাকে জারি এক নির্দেশিকায় সমস্ত উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুভেন্দুবাবু লিখেছেন, ‘যে ভাবে গোপনে ধামাচাপা দিয়ে বিষয়টা করা হয়েছে তাতে স্পষ্ট এটা আরেকটা ওষুধ কেলেঙ্কারি। সরকার কি এব্যাপারে আরও তথ্য প্রকাশ্যে আনবূে? কারণ বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত। চিঠিতে লেখা হয়েছে ওই সংস্থার যে ওষুধ হাসপাতালে রয়েছে সেগুলিও ব্যবহার করা যাবে না। তাহলে যারা ইতিমধ্যে সেই ওষুধ খেয়েছেন তাদের কী হবে সেটা স্পষ্ট হওয়া দরকার। সরকারের মৌনতার পিছনে কোনও চক্রান্ত নেই তো?’