অসমে ধৃত আরও ১ আনসার জঙ্গির সঙ্গে মিলল বাংলার যোগাযোগ। অসমের কোকরাঝাড় থেকে ধৃত নুর ইসলাম মণ্ডলের বাংলায় যাতায়াত ছিল বলে জানিয়েছে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল। এছাড়া ধৃত আবদুল জাহার শেখের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। ধৃতদের জেরা করে তদন্তকারীদের অনুমান, ভারতে বড়সড় নাশকতার ছক ছিল ধৃতদের।
অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের কোকরাঝাড় থেকে যে ৫ জন আনসার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে নুর ইসলাম মণ্ডল নামে একজনের নিয়মিত পশ্চিমবঙ্গে যাতায়াত ছিল। ধৃত কেন পশ্চিমবঙ্গে যাতায়াত করত তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় গিয়েছিল ও কার কার সঙ্গে দেখা করেছিল তাও আতসকাচের নীচে রয়েছে।
এছাড়া আবদুল জাহর শেখ নামে ধৃত এক যুবকের সঙ্গে বাংলাদেশে আনসার প্রধানের সরাসরি যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ৪টি রাইফেল, ৩৪টি তাজা গুলি, ২৪টি ফাঁকা গুলির খোল ও IED তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে অস্ত্র আমদানি করে এদেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেজন্য অসম ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাকে লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করছিল তারা। এদের সঙ্গে আর কারা এই চক্রে জড়িত? তারা দেশের কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা জানতেও তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। যার জেরে এই ঘটনায় আগামীতে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।