রাজ্যে এখন প্রবল গরম পড়েছে। তপ্ত বাতাবরণে বাড়তি সময় থাকা গেল না। তাই পয়লা বৈশাখের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অর্থাৎ ২৫শে বৈশাখ তিনি আবার বাংলায় আসবেন বলে বিজেপি সূত্রে খবর। হ্যাঁ, তিনি সদ্য দু’দিনের সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যিনি বীরভূমের সভা থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বঙ্গ–বিজেপির নেতাদের। সেটা কতদূর সফল হবে তা নিয়ে বিতর্ক থাকলেও বাঙালি ভোটব্যাঙ্ককে তিনি নিশ্চিত করতেই কবিগুরুর জন্মদিনকে বেছে নেওয়া হয়েছে। তাই ওইদিন তিনি বাংলা সফরে আসবেন।
এখন সামনে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তা নিয়ে তেমন কোনও মাথাব্যথ্যা দেখতে পাওয়া যায়নি অমিত শাহের মধ্যে। কারণ তিনি জানেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় সাফল্য আসবে না। কিন্তু জায়গাটা যাতে শক্তিশালী হয় তার জন্য আনাগোনা বাড়ছে কেন্দ্রীয় নেতাদের। তার বিশেষ কারণ হল লোকসভা নির্বাচনে বাংলা থেকে সাফল্য লাভ। তাহলেই ২০২৫ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে বলে তাঁর দাবি। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসার কথা অমিত শাহের।
বঙ্গ–নেতাদের কী বার্তা দিলেন? রাজারহাটে ওয়েস্টিনে বিজেপির কোর কমিটি বৈঠক বসেছিল। শুক্রবার রাতের সেই বৈঠকে অমিত শাহ নেতাদের জানিয়ে দেন, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি মানা হচ্ছে না। বরং রাজ্যের কর্মীদের শক্তির উপর ভর করেই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে সর্ব শক্তি দিয়ে ঝাঁপাতে হবে। আর একইসঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। লাগাতার কর্মসূচি এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে বলেছেন শাহ বলে সূত্রের খবর।
আর কী জানা যাচ্ছে? বিজেপি সূত্রে খবর, চূড়ান্ত কর্মসূচি স্থির না হলেও অমিত শাহ দু’দিনের সফর বাংলায় আসবেন। ২৪ বৈশাখ বাংলার একটি জেলায় সভা করতে পারেন তিনি। ২৫ বৈশাখ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সূচি পরিবর্তন না হলে এটাই হওয়ার সম্ভাবনা প্রবল। আসলে লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসনের কথা বলে দিয়ে প্রচণ্ড চাপে ফেলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেটা যদি একুশের নির্বাচনের মতো ফলাফল হয় তাহলে হাসির খোরাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না। তাই এখন থেকে বাংলায় একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর আনাগোনা থাকবে বলে সূত্রের খবর।