গরু পাচারকাণ্ডে আগামীকাল আবার তলব করা হল অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে তলব করার চিঠি ই–মেল করে পাঠিয়েছে সিবিআই বলে সূত্রের খবর। আর কিছুক্ষণের মধ্যে তাঁর বাড়ি গিয়ে তলবের চিঠি দেবেন সিবিআই আধিকারিকরা। সোমবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু সেই সমন এড়িয়ে যান বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। তাই বুধবার সিবিআই তাঁকে ফের তলব করল।
বিষয়টি ঠিক কী ঘটেছে? সিবিআই সূত্রে খবর, আগামীকাল বুধবার ফের গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। ই–মেলে পাঠানো হয়েছে চিঠি। সোমবার তাঁকে ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যলেসে তাঁকে হাজির দেওয়ার কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে গিয়েও কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা নোটিশ দিয়ে আসবেন।
কেন তাঁকে ফের তলব করা হল? সোমবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনি হাজির হননি। অসুস্থ বলে ই–মেল করে সোমবার এসএসকেএম হাসপাতালে যান। যদিও সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, এখন অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ততটাও খারাপ নয় যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে। এরপরই হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। প্রথমে চিনার পার্কের ফ্ল্যাট, তারপর বোলপুরের পথে রওনা হয়ে যান তিনি। তাছাড়া তিনি নিজেই ই–মেল করে জানিয়েছিলেন অন্য কোনও তারিখ পেলে তিনি হাজির হবেন। তাই ফের তলব করল সিবিআই।
উল্লেখ্য, সোমবার নিজাম প্যলেসের পরিবর্তে অনুব্রত মন্ঢল গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। তারপরেই সিবিআই নির্দেশ দিয়েছিল হাসপাতাল থেকেই হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু সেই কথায় পাত্তা না দিয়েই অনুব্রত মণ্ডল বেরিয়ে গিয়েছিলেন তাঁর কলকাতার চিনার পার্কের বাড়িতে। সেখান থেকে যান বোলপুরের বাড়িতে। এসএসকেএম হাসপাতাল থেকে তৃণমূল কংগ্রেসের এই নেতা জানিয়েছিলেন আবার সিবিআই তলব করলে তিনি যাবেন কিনা সেটা পরে জানিয়ে দেবেন। আর বীরভূমে যেতে না যেতেই ফের তলব করা হয়েছে। আগামীকাল বুধবার সিবিআই–এর দশম তলবে তিনি হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।