বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Central Team: আজ ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

Central Team: আজ ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

আবার বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। (PTI)

এবার সেগুলির অগ্রগতি খতিয়ে দেখতে আসছেন তাঁরা। রাজ্যের পক্ষ থেকে সেই সব ব্যবস্থা গ্রহণ করে তার তথ্য পাঠাতে হবে দিল্লিতে। গত ৬ মার্চ সরকারি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ কেন্দ্রের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই সব ব্যবস্থা বাস্তবে কতটা গ্রহণ করা হয়েছে, এখন সেটাই মিলিয়ে দেখতে কেন্দ্রীয় দল ফের আসছে বঙ্গে।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজ, বুধবার কলকাতায় বাবাসাহেব আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে একই ইস্যুতে আজ সংসদ চত্বরে আম্বেদকর মূর্তির নীচে তৃণমূল কংগ্রেস ধরনায় বসতে চলেছে। এই কথা জানান দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন। এই পরিস্থিতিতে আবার বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদেই এই ধরনা। সেখানে কেন্দ্রীয় দল নতুন করে পাঠানো চাপে রাখার কৌশল বলে মনে করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার রাতে চিঠি দিয়ে মোদী সরকার জানিয়ে দিল আবাস প্রকল্প নিয়ে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে রাজ্যে। ১০টি দল যাবে আলিপুরদুয়ার, পূর্ব বর্ধমান–সহ ১০টি জেলায়। তবে দিনক্ষণ এখনও জানানো হয়নি। সূত্রের খবর, ২৪ মার্চ এই দল আসা নিয়ে একটি অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে কেন্দ্র। তাতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে। সুতরাং খুব শীঘ্রই এই দল রাজ্যে আসবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পর্যবেক্ষক ও অফিসারেরা এই দলে থাকবেন। আর খামতি খুঁজে বের করবেন।

অন্যদিকে কেন্দ্রীয় দল আগে যখন এসেছিল তখন কয়েকটি সুপারিশ করেছিল। এবার সেগুলির অগ্রগতি খতিয়ে দেখতে আসছেন তাঁরা। রাজ্যের পক্ষ থেকে সেই সব ব্যবস্থা গ্রহণ করে তার তথ্য পাঠাতে হবে দিল্লিতে। গত ৬ মার্চ সরকারি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ কেন্দ্রের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই সব ব্যবস্থা বাস্তবে কতটা গ্রহণ করা হয়েছে, এখন সেটাই মিলিয়ে দেখতে কেন্দ্রীয় দল ফের আসছে বঙ্গে। সোজা কথায়, রাজ্যের ন্যায্য প্রাপ্য মেটানোর বদলে রাজনৈতিক সংঘাতকে নতুন মাত্রা দিতেই তৎপর হল বিজেপির কেন্দ্রীয় সরকার।

ঠিক কী বলছেন পঞ্চায়েতমন্ত্রী?‌ আবাস যোজনা প্রকল্পে অনেকদিন ধরে বরাদ্দের জোগান বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। মাঝে উপভোক্তা তালিকায় চূড়ান্ত অনুমোদন বা ছাড়পত্র দিলেও প্রথম কিস্তির কেন্দ্রীয় বরাদ্দ আসেনি। তাই নির্বাচিত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজও থমকে গিয়েছে। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘আবাস যোজনা নিয়ে কিছু অভিযোগ তুলেছিল দিল্লি। সেই ব্যাপারে প্রয়োজনীয় অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিকে দেওয়া হয়। এরপর রাজ্যের যাবতীয় প্রাপ্য মিটিয়েই দেওয়ার কথা। তার পরিবর্তে কেন্দ্র ১০টি প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্যের অ্যাকশন টেকেন রিপোর্টের সত্যাসত্য যাচাই করতে! এতদিন পর তা খতিয়ে দেখার যুক্তি কী?’

বাংলার মুখ খবর

Latest News

বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.