বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যে আক্রমণ, ফের দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যে আক্রমণ, ফের দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দিলীপ ঘোষ।

যদিও নিজের বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। তাই তিনি বলেছেন, দম থাকলে গ্রেফতার করে দেখাক। সেদিন বুঝে যাবে বিজেপি কি জিনিস। কয়েকদিন আগে ইকো পার্ক থানায় দিলীপের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। 

আগে অভিযোগ দায়ের হয়েছিল ইকো পার্ক থানায়। এবার অভিযোগ দায়ের হল নেতাজিনগর থানায়। এই অভিযোগ জমা পড়ছে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। কারণ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এবার অভিযোগ দায়ের করলেন দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসি নেতা বিতান হালদার।

ঠিক কী আছে অভিযোগপত্রে?‌ থানায় দায়ের করা অভিযোগপত্রে বিতান নিখেছেন, ‘গত ৬ জুলাই মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি। অভিযোগটি এফআইআর হিসাবে গণ্য করে সাংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এমন পদক্ষেপ করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন মন্তব্য করতে না পারেন।’

ঠিক কী বলেছিলেন মেদিনীপুরের সাংসদ?‌ দিলীপ ঘোষ ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বলেন, ‘বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে। বাবা–মায়ের ঠিকানা নেই না কি! যেখানে যা ইচ্ছা বলে দেবেন এটা হয় না কি?’ এরপরই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। রাজভবনে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল।

উল্লেখ্য, যদিও নিজের বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। তাই তিনি বলেছেন, দম থাকলে গ্রেফতার করে দেখাক। সেদিন বুঝে যাবে বিজেপি কি জিনিস। কয়েকদিন আগে ইকো পার্ক থানায় দিলীপের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। এই মন্তব্য নিয়ে বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না বলে মনে করেন অনেকে।

বন্ধ করুন