বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: ‘‌দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা সময় বলবে’‌, ফের বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ

Partha Chatterjee: ‘‌দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা সময় বলবে’‌, ফের বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায়। (HT_PRINT)

এই বিষয়ে তিনি নিজে কোনও ব্যাখ্যা দেননি। তবে এমন মন্তব্য করে তিনি ফের মমতা–অভিষেকের মধ্যে ফারাক ঘটালেন বলে মনে করা হচ্ছে। এদিন জোকা ইএসআই হাসপাতালে প্রবেশের সময় সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, ‘‌আমি ষড়যন্ত্রের শিকার।’

জোকা ইএসআই হাসপাতালে প্রবেশের সময় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি নির্দোষ। তা নিয়ে শাসক–বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় তাঁর সঙ্গে যা হয়েছে সেটার জবাব সময় দেবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর তা নিয়ে আরও আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

ঠিক কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়?‌ আজ, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, দল থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত কি ঠিক? উত্তরে ইডি হেফাজতে থাকা পার্থবাবু বলেন, ‘‌সময় বলবে। যারা ষড়যন্ত্র করেছে, জানতে পারবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক। দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা সময় বলবে।’‌

কেন এমন মন্তব্য করলেন তিনি?‌ এই বিষয়ে তিনি নিজে কোনও ব্যাখ্যা দেননি। তবে এমন মন্তব্য করে তিনি ফের মমতা–অভিষেকের মধ্যে ফারাক ঘটালেন বলে মনে করা হচ্ছে। এদিন জোকা ইএসআই হাসপাতালে প্রবেশের সময় সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, ‘‌আমি ষড়যন্ত্রের শিকার।’‌ কে বা কারা ষড়যন্ত্র করেছে তা নিয়ে তিনি কিছু খোলসা করেননি।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী বলা হয়েছে?‌ পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে জলঘোলা হতে শুরু করেছে। প্রশ্ন তুলতে শুরু করেছেন, দিলীপ ঘোষ–সুজন চক্রবর্তী–বিকাশরঞ্জন ভট্টাচার্যরা। সেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‌গ্রেফতার হওয়ার আটদিন পরে উনি বলছেন ষড়যন্ত্রের কথা। সেটা ওনার ব্যাপার। উনি নিজেকে ডিফেন্ড করতেই পারেন। তবে চক্রান্ত হয়ে থাকলে আইনের পথ তো খোলা। লড়াই তো চলছে।’‌

বন্ধ করুন