বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পেট্রোলের দাম রেকর্ড বাড়ল কলকাতায়, চলতি সপ্তাহে বাড়ল চতুর্থবার, দাম কত?

পেট্রোলের দাম রেকর্ড বাড়ল কলকাতায়, চলতি সপ্তাহে বাড়ল চতুর্থবার, দাম কত?

কলকাতায় পেট্রোলের দাম ছাড়াল ১০৩ টাকার গণ্ডি। ছবি: এএনআই (ANI) (ANI PHOTO)

এখন উৎসবের মুহূর্তে জ্বালানির দাম বাড়া মানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে।

একদিকে ভবানীপুরে ভোটের ব্যবধান বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে অতীতের সব রেকর্ড ছাপিয়ে কলকাতায় বাড়ল পেট্রোলের দাম। রবিবাসরীয় সকালে এই খবর প্রকাশ্যে আসতেই মধ্যবিত্তের মুখ ব্যাজার হয়ে উঠল। কারণ এখন উৎসবের মুহূর্তে জ্বালানির দাম বাড়া মানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে।

আজ প্রথমবার কলকাতায় পেট্রোলের দাম ছাড়াল ১০৩ টাকার গণ্ডি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরেই ফের বাড়ল জ্বালানির দাম বলে মনে করা হচ্ছে। শনিবারের পর রবিবারও বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। এভাবে বারবার জ্বালানির দাম বাড়ায় অতিষ্ট সাধারণ মানুষ। যদিও গোটা দেশে আজ লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ২০–৩০ পয়সা। এই নিয়ে চলতি সপ্তাহে চতুর্থবার দাম বাড়ল পেট্রোপণ্যের।

দাম বেড়ে কলকাতায় কত হল?‌ আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৩০ পয়সা বেড়েছে। তারপর সেটির দাম গিয়ে দাঁড়াল হল ১০৩ টাকা ৭ পয়সায়। ডিজেলের মূল্য লিটারপিছু বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৮৭ টাকা। নয়াদিল্লিতেও আজ পেট্রোলের দাম ১০২.৩৯ টাকা। ডিজেল মূল্য ৯০.৭৭ টাকা। এই পরিস্থিতিতে ফের গ্যাসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল–ডিজেলের দাম বাড়তে শুরু করে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রশ্নে কেন্দ্র এখন জিএসটি কাউন্সিলকে ঢাল করছে। নির্মলা সীতারামণ দাবি করেছেন, পেট্রোপণ্যের দাম কমাতে হলে জিএসটির আওতায় আনতে হবে। কিন্তু জিএসটি কাউন্সিল সেই প্রস্তাবে ছাড়পত্র দিচ্ছে না। কিন্তু তা বলে এভাবে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে?‌ উত্তর এখনও প্রকাশ্যে আসেনি।

বাংলার মুখ খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.