রাজ্য বিধানসভায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কখনও ভোটাভুটিতে বিভ্রাট দেখা দেয়। আবার কখনও ভোটাভুটিতে বিজেপি ছাপ্পা দেয়। এবার শুভেন্দু অধিকারী–সহ সাত বিধায়কের সাসপেনশন উঠতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিরোধী দলনেতা। তার জেরে ফের তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনা হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। এবার স্বাধিকারভঙ্গের অভিযোগ আনলেন নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক। আর পরিসংখ্যান বলছে, গত একবছরে তৃতীয়বার স্বাধিকারভঙ্গের নোটিশ পড়ল বিরোধী দলনেতার বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছে বিধানসভায়? বিধানসভা সূত্রে খবর, গত ১৫ জুন বিধানসভায় মুকুল রায়ের দলত্যাগ ইস্যুতে স্পিকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘স্পিকার বলছেন মুকুল রায় বিজেপিতে। আর মুকুল রায় নিজে বলছে তিনি তৃণমূল কংগ্রেসে। স্পিকার না পারছেন গিলতে না পারছেন উগরাতে। আসলে খেতেই জানে না তো খাবে কি!’ এই মন্তব্যের প্রেক্ষিতে বিধায়ক পার্থ ভৌমিক স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনলেন।