বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হচ্ছে অধীরকে, সিদ্ধান্তের পথে এআইসিসি

প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হচ্ছে অধীরকে, সিদ্ধান্তের পথে এআইসিসি

অধীররঞ্জন চৌধুরী (ছবি এএনআই)

এখন রাজ্যের পর্যবেক্ষক হিসাবে কলকাতায় রয়েছেন তামিলনাড়ুর সাংসদ চেল্লা কুমার, ওড়িশার নেতা শরৎ রাউত এবং দিল্লির নেতা বি পি সিং। পঞ্চায়েত নির্বাচনে দলের লাইন কী হবে তা নিয়ে আলোচনা হয়। জোট হলে তা তৃণমূল কংগ্রেস না কি সিপিআইএম, কাদের সঙ্গে হবে?‌ সেই প্রশ্ন ওঠে।

খুব শীঘ্রই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে অধীররঞ্জন চৌধুরীকে। কংগ্রেসের দু’‌দিনের নবসংকল্প শিবিরে এই কথাই উঠে এসেছে। বাংলাকে বিশেষ গুরুত্ব দিতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। এখানেই উঠে এল প্রদেশ নেতৃত্বে বদলের বিষয়। আর তারপরই শুরু হয়ে গিয়েছে অধীর চৌধুরিকে প্রদেশ সভাপতির পদ থেকে সরানোর প্রক্রিয়া।

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?‌ কংগ্রেস সূত্রে খবর, ‘এক ব্যক্তি এক পদ’ নীতিকে সিলমোহর দিয়েই এই পদক্ষেপ করা হচ্ছে। নয়াদিল্লির কাছে এই নিয়ে একাধিক চিঠি জমা পড়েছে। স্বয়ং বীরাপ্পা মইলি অধীরের বিরুদ্ধে মন্তব্য করেছেন। রাজ্যে একচ্ছত্র আধিপত্যে প্রদেশ কংগ্রেস চালানোর অভিযোগ রয়েছে অধীরের বিরুদ্ধে। একুশের নির্বাচনে সিপিআইএমের সঙ্গে জোট বেঁধে চলার একচ্ছত্র সিদ্ধান্তের জেরে অধীরকে সরানো হচ্ছে। তাছাড়া কলকাতায় পি চিদম্বরমকে হেনস্তা করাও তাঁর বিরুদ্ধে গিয়েছে। এমনকী অধীরকে সরিয়ে যাঁকেই দায়িত্ব দেওয়া হবে তাঁর সঙ্গে চারজন কার্যকরী সভাপতির কমিটি থাকবে।

অধীরকে সরানোর প্রসঙ্গ এল কেন?‌ এখন রাজ্যের পর্যবেক্ষক হিসাবে কলকাতায় রয়েছেন তামিলনাড়ুর সাংসদ চেল্লা কুমার, ওড়িশার নেতা শরৎ রাউত এবং দিল্লির নেতা বি পি সিং। পঞ্চায়েত নির্বাচনে দলের লাইন কী হবে তা নিয়ে আলোচনা হয়। জোট হলে তা তৃণমূল কংগ্রেস না কি সিপিআইএম, কাদের সঙ্গে হবে?‌ সেই প্রশ্ন ওঠে। তখন চেল্লা কুমার বলে দেন, কর্মীদের আবেগকেই গুরুত্ব দেওয়া হবে। নিজেদের তৈরি থাকতে হবে। ৮ আগস্ট থেকে দেশজুড়ে সংকল্পযাত্রা হবে।

সূত্রের খবর, এই সংকল্পযাত্রার পরই অধীরকে সরিয়ে দেওয়া হবে। এমনকী তৃণমূল কংগ্রেসের সঙ্গে আগামী দিনে জোট করা নিয়েও সিদ্ধান্ত হতে পারে। তবে অধীরকে সরিয়ে কাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। নয়াদিল্লিতে অধীরকে সরানোর প্রস্তাব এখান থেকেই গিয়েছে। এছাড়া কিছু কেন্দ্রীয় নেতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার পক্ষেও সওয়াল করেছেন।

বাংলার মুখ খবর

Latest News

‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.