বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শোকজের জবাব দিলেন অজন্তা, সিপিএমের কড়া সমালোচনায় ক্ষিতি কন্যা

শোকজের জবাব দিলেন অজন্তা, সিপিএমের কড়া সমালোচনায় ক্ষিতি কন্যা

অজন্তা বিশ্বাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্যে ফেসবুক)

দল সূত্রে খবর , অজন্তা একজন পার্টি মেম্বার।

শোকজের জবাব দিলেন প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছিলেন তিনি। এরপরই তুমুল শোরগোল পড়ে যায় সিপিএমের অন্দরে। ওই নিবন্ধে মমতা বন্দ্য়োপাধ্যায়কে কার্যত নানা প্রশংসা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে অজন্তাকে শোকজ করেছিল সিপিএম। প্রসঙ্গত দল সূত্রে খবর, অজন্তা একজন পার্টি মেম্বার। তার নিরিখেই তাঁর কাছ থেকে পার্টি জানতে চায়। কিন্তু প্রশ্ন একটাই অনিল বিশ্বাস যিনি তৃণমূলের বিরুদ্ধে দলকে পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত কৌশলী ছিলেন, সেই অনিল কন্যা অজন্তার এই নিবন্ধকে মানতে পারেননি দলের অনেকেই।

তবে দল সূত্রে খবর, কলকাতায় সিপিএমের লোকাল ইউনিট অজন্তা বিশ্বাসের কাছ থেকে শোকজের জবাব পেয়েছে। সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে তাঁর শোকজের জবাবটি যাচাই করে দেখা হবে।  লেখাটি প্রকাশিত হওয়ার পরেও তিনি স্বেচ্ছায় চিঠি লিখে জানিয়েছিলেন যে এটা গবেষণাধর্মী একটি লেখা। কিন্তু কেন সেটি তৃণমূলের মুখপত্রে বের করা হল তার কোনও জবাব তিনি দেননি। এবার তাঁর শোকজের জবাব দেখতে হবে।তবে গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন সাধারণত কাউকে শোকজের জবাব দেওয়ার জন্য সপ্তাহখানেক সময় দেওয়া হয়। তবে অজন্তা বিশ্বাসকে তিনদিন সময় দেওয়া হয়েছে।

তবে বাম নেতাদের সন্তানদের এই বেসুরো পর্বের এখানেই শেষ নয়। প্রাক্তন মন্ত্রী আরএসপির ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী সিপিএমকে স্ট্যালিনবাদী পার্টি বলে উল্লেখ করেছেন। কিন্তু তিনি পার্টি মেম্বার নন বলে তাঁর বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেননি। রাজ্য সিপিএমের এক নেতার কথায়, বসুন্ধরা দলের কেউ নন। সেকারণে তাঁর লেখার বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নিতে পারে না।

 

বন্ধ করুন