বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আলিপুর চিড়িয়াখানা ঢেলে সাজানো হচ্ছে, নতুন কী কী ব্যবস্থা থাকছে?‌

আলিপুর চিড়িয়াখানা ঢেলে সাজানো হচ্ছে, নতুন কী কী ব্যবস্থা থাকছে?‌

আলিপুর চিড়িয়াখানা।

শীতের ছুটিতে বা গরমের ছুটিতে মানুষজন চিড়িয়াখানায় বেড়াতে আসেন।

আলিপুর চিড়িয়াখানা এবার ঢেলে সাজানো হচ্ছে। এখানে তৈরি করা হল ‘চাইল্ড কেয়ার সেন্টার’। কারণ চিড়িয়াখানায় পরিবারের সঙ্গে আসে শিশুরাও। এখানে এসে তাদের খিদে পেলে অসুবিধায় পড়তে হয় শিশুর মাকে। কারণ নির্দিষ্ট কোনও জায়গা ছিল না। এবার অত্যাধুনিক ধাঁচেই তৈরি করা হয়েছে এই চাইল্ড কেয়ার রুম। যেখানে মা তাঁর শিশুর পরিচর্যা করতে পারবেন।

কেন এই উদ্যোগ নেওয়া হল?‌ জানা গিয়েছে, শীতের ছুটিতে বা গরমের ছুটিতে মানুষজন চিড়িয়াখানায় বেড়াতে আসেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে শিশুও থাকে। আর তাদের খিদে–তেষ্টায় অসুবিধায় পড়তে হয় মায়েদের। বিশেষ করে দুগ্ধশিশু নিয়ে। এই সমস্যার কথা জানতে পেরেই ‘চাইল্ড কেয়ার সেন্টার’ তৈরি করা হয়েছে। আগামিদিনে এই রুমের সংখ্যা বাড়ানো আরও হবে।

এই ‘চাইল্ড কেয়ার সেন্টার’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দফতরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং রাজ্যের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তপন দাশগুপ্ত এই নতুন ঘরের উদ্বোধন করেছেন। এমন ব্যবস্থা রয়েছে শিলিগুড়ি সাফারি পার্কে। এই ব্যবস্থা রাজ্যের সমস্ত চিড়িয়াখানাতেই চালু করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

ঠিক কী বলেছেন বনমন্ত্রী?‌ এই বিষয়টি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‌চিড়িয়াখানায় শিম্পাঞ্জির খাঁচার পাশেই এই বিশেষ ঘরটি তৈরি করা হয়েছে। এখানে একসঙ্গে চারজন মা তাঁদের শিশুকে নিয়ে বসতে পারবেন। এই ঘরটি সকল মায়েদের জন্য খুলে দেওয়া হল। আলিপুর চিড়িয়াখানার আরও আধুনিকীকরণ করা হচ্ছে। মেরিন অ্যাকোরিয়াম আরও আধুনিকীকরণ করা হচ্ছে। এখানে একটা স্লাইড শো করার ব্যবস্থাও থাকছে। পর্যটকদের সাফারির জন্য একটি অত্যাধুনিক গাড়িও চালু করা হল।’

বন্ধ করুন