বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনা আক্রান্তের মা-বাবা ও চালকরা করোনা আক্রান্ত নন, জানা গেল রিপোর্টে

করোনা আক্রান্তের মা-বাবা ও চালকরা করোনা আক্রান্ত নন, জানা গেল রিপোর্টে

ফাইল ছবি

বুধবার সন্ধ্যায় চার জনের পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি নেই।

বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করোনা-রোগীর মা - বাবা ও গাড়ির চালকদের দেহে করোনাভাইরাসের নমুনা মেলেনি। বুধবার সন্ধ্যায় চার জনের পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি নেই। তার পরেও প্রত্যেককে ১৪ দিন বন্দি দশায় থাকতে হবে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার সকালে লন্ডন থেকে কলকাতা ফেরার পর প্রায় ৪৮ ঘণ্টা পরিবারের সঙ্গে ছিলেন ওই যুবক। তাছাড়া গিয়েছিলেন শপিং মলে। বার বার বলা সত্বেও হাসপাতালে ভর্তি হননি তিনি। মঙ্গলবার রাতে তাঁর করোনা সংক্রমণের কথা জানা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ওই তরুণের মা-বাবা তাঁর প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তাই তাঁদের সংক্রমণের সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে ভাইরাস শরীরে কিছুটা না ছড়ালে তার অস্তিত্ব অনেক সময় বোঝা যায় না। দেহের প্রতিরোধ ক্ষমতা অনুসারে আবার ভাইরাস একেক জনের দেহে একেক রকম গতিতে ছড়ায়। কিন্তু ভাইরাসের উপস্থিতি থাকলে ১৪ দিনের মধ্যে তার লক্ষণ দেখা দেবেই। তাই তাদের ঘেরাটোপে রেখে ১৪ দিন পর ফের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষা করা হবে।


বন্ধ করুন